Header Ads

নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত অসম, এরমধ্যেই বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবি, সৌঃ নিউজ১৮.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরায় শনিবার সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ঢোল, তাল এবং খোল দিয়ে মোদীকে স্বাগত জানান অসমবাসী৷ আমিনগাঁওয়ে জনসভা করেন তিনি। চাংসারির জনসমাবেশ থেকে কংগ্রেসকে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন- ‘‘ভূপেন হাজারিকা-কে ভারতরত্ন সম্মান দিতে কয়েক বছর লেগে গেল৷ যেটা সত্যিই খুব দুঃখজনক। তিনি বেঁচে থাকাকালীন এই সম্মানটা পেলেন না ৷ তাহলে আপনারাই ঠিক করুন কে দায়ী এর জন্য ৷’’ অসমে পৌঁছেই ৩১ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মোদী৷ পাশাপাশি নর্থইস্ট গ্যাস গ্রিডেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ সরকারের এই গ্যাস গ্রিড প্রকল্পে উপকৃত হবেন গোটা উত্তর-পূর্বাঞ্চল। এই প্রকল্পের অধীনে গোটা এলাকায় খুব সস্তায় গুনমান সম্পন্ন গ্যাস পাবেন সকলে৷ এদিন প্ৰধানমন্ত্ৰী চাংসারির জনসভা থেকে আরও বলেন- দেশকে অনুপ্ৰবেশকারী মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। ভোট ব্যাংকের রাজনীতিতে অসমকে ধ্বংস করা হচ্ছে। খুব শীঘ্ৰই কাৰ্যকর করা হবে অসম চু্ক্তির ৬ নং দফা। ৩৪ বছর পুরনো চুক্তি কাৰ্যকর করবে বিজেপি সরকার। উত্তরপূৰ্বাঞ্চলের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য বিজেপি সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। জনসভা থেকেই অসমের উন্নয়ন ইস্যু নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন মোদি ৷ তিনি বলেন, ‘অসমের উন্নয়নের বিষয়ে কোনও হুঁশ ছিল না পূর্ববর্তী সরকারের৷ কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের মোড়কে মুড়ে ফেলা৷ অন্তর্বতী বাজেটে সেই প্রতিচ্ছবি দেখেছে গোটা দেশবাসী৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও আমাদের অন্যতম লক্ষ্য ৷ ব্রহ্মপুত্র নদের উপর তৈরি হয়েছে সিক্স-লেন হাইওয়ে ৷ যার জেরে দেড় ঘণ্টার রাস্তা ১৫ মিনিটেই যেতে পারবেন এখন অসমবাসী ৷’ অন্যদিকে, কামরূপ, কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী৷ এছাড়াও তিনসুকিয়াতে মডিউলার গ্যাস প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন করেন মোদি ৷ জনসভা থেকেই অসমের উন্নয়ন ইস্যু নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন মোদি ৷ তিনি বলেন, ‘অসমের উন্নয়নের বিষয়ে কোনও হুঁশ ছিল না পূর্ববর্তী সরকারের ৷ কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের মোড়কে মুড়ে ফেলা ৷ অন্তর্বতী বাজেটে সেই প্রতিচ্ছবি দেখেছে গোটা দেশবাসী ৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও আমাদের অন্যতম লক্ষ্য ৷ ব্রহ্মপুত্র নদের উপর তৈরি হয়েছে সিক্স-লেন হাইওয়ে ৷ যার জেরে দেড় ঘণ্টার রাস্তা ১৫ মিনিটেই যেতে পারবেন এখন অসমবাসী৷’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.