Header Ads

২, ৪২, ৮৪৩ জন ছাত্ৰ-ছাত্ৰী মাধ্যমিক পরীক্ষায় বসছে, নিরাপত্তা ব্যবস্থায় জ্যামার


গুয়াহাটিঃ  আগামী কাল ১২ ফেব্ৰুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং ১৪ ফেব্ৰুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ৯২৪ জন সুপারভাইজর নিয়োগ করা হয়েছে। মধ্যমিক পরীক্ষায় বসবেন ২, ৪২, ৮৪৩ জন ছাত্ৰ-ছাত্ৰী। এবার পরীক্ষা কেন্দ্ৰগুলিতে মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষ হওয়ার তিনদিন পৰ্যন্ত প্ৰতিটি পরীক্ষা কেন্দ্ৰগুলিকে সিসিটিভিরনজরে রাখা হবে। এবার সৰ্বপ্ৰথম স্পৰ্শকাতর কেন্দ্ৰগুলিতে অত্যাধুনিক জ্যামার ব্যবস্থা রাখা হবে। ৭১২টি পরীক্ষা কেন্দ্ৰের মধ্যে ২৫ টি কেন্দ্ৰ স্পৰ্শকাতর সেইগুলিতে এই জ্যামার ব্যবস্থা থাকবে। প্ৰত্যেকটি কেন্দ্ৰের অধীনে ১৪৪ ধারা জারি থাকবে। সেবা কৰ্তৃপক্ষ পরীক্ষা চলাকালীন বন্ধ, আন্দোলন প্ৰভৃতি বন্ধ রাখার আহবান জানিয়েছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ পরীক্ষাৰ্থিদের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেছেন, উচ্চতম মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা ভবিষ্যৎ জীবন গড়ার অন্যতম সোপান। শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.