Header Ads

নতুন সিবিআই প্ৰধান ঋষিকুমার শুক্লা

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ নতুন সিবিআই প্ৰধান নিযুক্ত হলেন মধ্যপ্ৰদেশের প্ৰাক্তন ডিজিপি ঋষিকুমার শুক্লা। শনিবার শুক্লাকে কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টর পদে নিযুক্তি দেওয়া হয়েছে। আগামী দু’বছরের জন্য সিবিআই প্ৰধানের দায়িত্ব পালন করবেন ১৯৮৩ ব্যাচ-এর আইপিএস অফিসার শুক্লা। প্ৰায় আড়াই বছর তিনি মধ্যপ্ৰদেশের ডিজিপি পদে ছিলেন। তবে তিনি সিবিআই পদে না থাকলেও ইন্টালিজেন্স ব্যুরো-র সঙ্গে মিলে বেশ কিছু স্পৰ্শকাতর বিষয় তিনি সমাধান করেছেন। তার আগে তিনি রায়পুর, দামোহ, শিবপুরী এবং মন্দসর জেলায় কাজের দায়িত্বে ছিলেন। তবে ঋষিকুমার শুক্লা সিবিআই ডিরেক্টরের দায়িত্বে আসার পর বিতৰ্কেরও সৃষ্টি হয়েছে। প্ৰসঙ্গত, সিবিআই কৰ্তৃত্ব নিয়ে চলতি টানাপোড়েনের ফলে সৃষ্ট এই সংকট মুহূৰ্তে অন্তৰ্বতী দায়িত্ব সামলানো নাগেশ্বর রাওয়ের থেকে দায়িত্ব পুরোপুরি হস্তান্তরিত হবে শুক্লার হাতে। গত বছরের শেষ দিকে সিবিআইয়ের শীৰ্ষ কৰ্তাদের বিরুদ্ধে দুৰ্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ায় সংস্থায় প্ৰচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ডিরেক্টর অলোক কুমার বৰ্মা, ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্তানার মধ্যে অন্তৰ্দ্বন্দ্ব চরমে পৌঁছয়। রাতারাতি সিভিসি-র সিদ্ধান্তে সরিয়ে দেওয়া হয় অলোক বৰ্মাকে। জটিলতা বাড়তে থাকা মামলা পৌঁছয় সুপ্ৰিম কোৰ্টে। রাকেশ আস্তানার বিরুদ্ধে দুৰ্নীতির অভিযোগ ওঠায় সাময়িকভাবে বরখাস্ত হন তিনিও। মধ্যবৰ্তী সময়ে কাজ সামলানোর ভার দেওয়া হয় নাগেশ্বর রাওকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.