Header Ads

শিলঙে রাজীব-কুণালকে একসঙ্গে জেরা শেষ, মঙ্গলবারও ডাকা হতে পারে পুলিশ কমিশনারকে

ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলং- সারদা কাণ্ডে গত তিন দিন ধরে শিলঙের সিবিআই অফিসে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার এবং কুণাল ঘোষকে জেরা করে যাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তবে সোমবার সন্ধ্যের পর তৃণমূলের প্ৰাক্তন সাংসদ কুণাল ঘোষ জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিস থেকে বেড়িয়ে এসে সাংবাদিকদের বলেন যে তদন্তের স্বাৰ্থে তাঁকে শিলঙে আসতে বলা হয়েছিল। তিনি তদন্তে সিবিআইকে সহযোগিতা করেছেন। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন আগামিকাল অৰ্থাৎ মঙ্গলবার তিনি কলকাতা রওনা হচ্ছেন। সিবিআই সূত্ৰের ইঙ্গিত, কুণাল পৰ্ব মিটলেও এখনই শেষ হয়নি রাজীব কুমারের সঙ্গে ‘কথাবাৰ্তা’। মঙ্গলবারও প্ৰয়োজনে সারদা চিট ফান্ড নিয়ে পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা অব্যাহত রাখতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। তার কারণ সিবিআই আধিকারিকদের দাবি, চিটফান্ড তদন্তের জন্য রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) দুর্গাপুরে রোজভ্যালির বিরুদ্ধে মামলা কেন সিবিআইকে জানায়নি সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। সে কারণেই রবিবার সন্ধ্যায় শিলং পৌঁছন রোজভ্যালি মামলার তদন্তকারী আধিকারিক শোজম শেরপা। বয়ান রেকর্ড হওয়ার পর পুলিশ কমিশনার এবং প্রাক্তন সাংসদ দু’জনেই সেই বয়ান খুঁটিয়ে দেখেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে ইঙ্গিত, এখনই আর প্রয়োজন হবে না কুণালকে। সেক্ষেত্রে মঙ্গলবারই শিলং ছাড়তে পারেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.