Header Ads

পার্বত্য পরিষদে দ্বিতীয়বারের মত অধ্যক্ষা পদে বসতে চলছেন রানু লাংথাসা

বিপ্লব দেব, হাফলংঃ  উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পরবর্তী অধ্যক্ষা হচ্ছেন রানু লাংথাসা। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষা পদে বসতে চলছেন পার্বত্য পরিষদের সেমখর আসন থেকে বিজেপির জয়ী পরিষদ সদস্য রানু লাংথাসা। অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির নির্দেশে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ পরিষদের অধ্যক্ষ নির্বাচনের জন্য বুধবার দুপুর ১২টায় পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করার জন্য বিজ্ঞপ্তি জারি করে। এদিন পরিষদের এই বিশেষ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রানু লাংথাসার অধ্যক্ষা পদে বসা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কারণ অধক্ষ্যা পদের জন্য মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত পরিষদের লেজিসলেটিভ সেক্রেটারির কাছে  অধক্ষ্য পদের জন্য রানু লাংথাসা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাঁকে অধ্যক্ষা পদের জন্য সমর্থন করে বিজেপির আরো চার সদস্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার পরিষদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে ওই চার সদস্য তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবেন। ওই চার সদস্য পার্বত্য পরিষদের পরবর্তী অধ্যক্ষা পদের জন্য রানু লাংথাসাকে সমর্থন করায় পার্বত্য পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষা পদে দ্বিতীয়বারের জন্য বসতে চলছেন রানু লাংথাসা। বুধবার দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বিশেষ অধিবেশন পরিচালনা করবেন রাজ্যপালের প্রতিনিধি হিসেবে জেলাশাসক।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.