Header Ads

সারদা কাণ্ডে রাজীব কুমার-কুণাল ঘোষকে চুলচেরা জিজ্ঞাসাবাদ

নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলং- সারদা কাণ্ডে রবিবার সকাল থেকেই বার বার আলাদাভাবে কলকাতা পুলিশ কমিশনার এবং তৃণমূলের প্ৰাক্তন সাংসদ কুণাল ঘোষ দুজনকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। রবিবার সকাল দশটাতেই শিলংয়ের সিবিআই দফতরে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার ঢোকেন তার ২০ মিনিট পরে। একাধিক অভিযোগ রাজীব কুমার এবং কুণাল ঘোষের বিরুদ্ধে রয়েছে। দুজনের বয়ান রেকৰ্ড করা হয়েছে। সন্ধ্যে সাড়ে সাতটায় দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সেই মুখোমুখি জিজ্ঞাসাবাদ চলে রাত ৯ টা ৪৫ পৰ্যন্ত। সিবিআই সূত্ৰের খবর, সোমবারও তাঁদের জিজ্ঞাসাবাদ চলতে পারে। রাজীব কুমারের বয়ান আরও অন্য অভিযুক্তদের বয়ানের সঙ্গে মেলানো হবে। সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই সিটের সদস্য ছিলেন রাজীব কুমার। কুণালের দীর্ঘদিনের অভিযোগ, সে সময় তিনি বহু গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণ সিটের হাতে তুলে দিয়েছিলেন। সারদা কাণ্ডে কোন কোন প্রভাবশালী জড়িত, সে সম্পর্কে সিট-কে তিনি জানিয়েছিলেন। কাদের জেরা করলে পুলিশ আরও বেশি তথ্যপ্রমাণ পেতে পারে, তা-ও জানিয়েছিলেন। চিঠি দিয়ে এসব রাজীব কুমারকেও জানান। কিন্তু সেগুলো কাজে লাগানো হয়নি বলে বারবার অভিযোগ করেছেন কুণাল। সারদা তদন্তে রাজীবের ভূমিকা নিরপেক্ষ ছিল না বলেও অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। রবিবার সিবিআই অফিসারেরা কুণালের যাবতীয় অভিযোগ এবং তার সপক্ষে তাঁর কাছে কী ধরনের নথি ও তথ্যপ্রমাণ রয়েছে, সে সব খতিয়ে দেখেন। প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.