Header Ads

কামরূপ জেলা শাসকের নিৰ্দেশে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে নজর রাখতে ৪টি এনফোর্সমেন্ট দল গঠন



 প্ৰতীকী ছবি
দেবযানী পাটিকর
গুয়াহাটিঃ কামরূপ জেলা শাসক বীরেন্দ্র মিত্তাল জেলার অত্যাবশ্যকীয় সামগ্রী সমেত অন্যান্য খাদ্য সামগ্রীর দামের ওপর নজর রাখতে এবং তা নিয়ন্ত্রণে রাখতে ৪টি এনফোর্সমেন্ট দল গঠন করলেন। প্রত্যেকটি এনফোর্সমেন্ট দল বিভিন্ন বিভাগ যেমন- খাদ্য অসামরিক যোগান এবং গ্রাহক পরিক্রমা বৈধ পরিমাণ বিজ্ঞান বিভাগ, গুয়াহাটি পুরনিগম, ফিসফেড তদারকি করবে। জেলা শাসকের নির্দেশে এই দল কয়েকটির উচ্চপদস্থ অধিকারিকদের দল গুয়াহাটি মহানগরের বিভিন্ন সুপার মার্কেট, গনেশগুরি, বৈশিষ্ট্য, বেলতলা, ছয় মাইল, চন্দ্রপুর, নারেঙ্গি, চাঁন্দমারি, শিলপুখুড়ি, বামুনিমইদাম, নুনমাটি, ভাঙাঘর, এসিবি, উজান বাজার, পল্টন বাজার, ধারাপুর, আজারা, ফাটাশীল, আমবাড়ি, মালিগাঁও, পাণ্ডু, পাণ্ডু বড়বাজার, গোশালা, শাটেলগেট বাজার, লখড়া বাজারের সঙ্গে মহানগরের প্রধান প্রধান বাজারগুলিতে নিয়মিত নজর রাখবে। প্ৰয়োজন হলে উপযুক্ত ব্যবস্থাও গ্ৰহণ করবেন দলের আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.