Header Ads

দিপর বিলের পারে ভেলা ঘর এবার গঙ্গা পুত্ৰ ভীষ্ম

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ অসমিয়ার প্রাণের উৎসব ভোগলী বিহুকে নিয়ে এখন চারিদিকে উৎসাহের শেষ নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে কংক্রিটের মহানগরের বিভিন্ন স্থানে এখন চলছে ভোগলির প্রস্তুতি। ভেলা ঘর তৈরি হয়ে গেছে। ওদিকে আজারার কেউটপাড়ার লোকেরা মিলে ভোগলির বিশেষ আকর্ষণ তৈরি করতে সাজিয়ে তুলেছে ২০ ফুট উচ্চতার গঙ্গাপুত্র  ভীষ্ম। সেইসঙ্গে তৈরি করেছএন ৬০ ফুটের একটি ভেলাঘর। প্ৰসঙ্গত, মহানগরের আজআরার কেউট পাড়া এলাকার বেশীর ভাগ মানুষই মাছ ধরেই জীবিকা নির্বাহ করে।এই অঞ্চলের জেলেরা এখন ভীষণ ব্যস্ত। তার কারণ বিলের পারে তৈরি করা হয়েছে ৬০ ফুট উঁচ্চতার ভেলা ঘর। এটিই এবারের বিশেষ আকর্ষণ। উরুকার রাতে দিপর বিলের পারে বসবাসকারীরা সকলে একসঙ্গে খাওয়াদাওয়া করে ভোগালি বিহুর দিন অর্থাৎ মাঘ মাসের প্রথম দিনে সকালে পরম্পরাগতভাবে সাজিয়ে তোলা ভেলা ঘর জ্বালিয়ে আশীর্বাদ নেবে যাতে বছরটি সকলের ভাল কাটে। অন্যদিকে,  মহানগরের বিভিন্ন জায়গায় নানা ধরনের পিঠা, পুলি, তিলের নাড়ু, নারকোলের নাড়ু, মহিষের দৈ বিক্রি করা হচ্ছে। বিভিন্ন আত্মসহায়ক গোটের মহিলারা নিজেরাই পিঠেপুলি তৈরি করে বিক্রি করছেন। সোমবার সকাল থেকেই মহানগরের প্ৰত্যেকটি বাজারে প্ৰচুর পরিমাণে বিক্রি হয় হাঁস, মুরগী, পাঠার মাংস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.