Header Ads

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্যঃ হাফলঙের নতুন পুলিশসুপার শ্রীজিত টি

বিপ্লব দেব, হাফলং- ডিমা হাসাও জেলায় শান্তি প্রতিষ্ঠা করাই হবে প্রধান লক্ষ্য বলে জানালেন নতুন পুলিশসুপার শ্রীজিত টি। বৃহস্পতিবার হাফলঙে সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে পুলিশসুপার বলেন ডিমা হাসাও জেলায় বসবাসরত সব জাতি জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে শান্তি প্রতিষ্ঠা করাই হবে প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব গুজব ছড়িয়ে পরিবেশ নষ্ট করার এক অহরহ প্রচেষ্টা চলছে এসব রুখতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর কড়া নজরদারি রাখা হবে। পুলিশসুপার শ্রীজিত টি হাফলং শহরের ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করা হবে বলে ও সাংবাদিকদের জানান। পুলিশসুপার এদিন বলেন তিনি ও মাস কমিইউনিকেশন করেছেন তাই সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সঙ্গে সঙ্গে এথিকস মেনে চলা প্রয়োজন কারণ সাংবাদিকদের যে কোনও সংবাদ পরিবেশন করার আগে এর সত্যতা যাচাই করা একান্ত জরুরি। কারণ সাংবাদিকদের সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে। তাই জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা ও একান্ত জরুরি। পুলিশসুপার শ্রীজিত পাহাড়ি জেলার প্রাকৃতিক সৌন্দ্যর্যের অভিভূত হয়ে বলেন এখানে পর্যটনের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। এবং পাহাড়ে পর্যটনের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। ২০১২ ব্যাচের আইপিএস শ্রীজিত টি বলেন মাত্র এক সপ্তাহ আগেই তিনি ডিমা হাসাও জেলায় কাজে যোগ দিয়েছেন। তাই জেলার সবকিছু বুঝে উঠতে আরো কিছুদিন সময় লাগবে। তিনি বলেন-অপরাধ দমনে  সবসময় সক্রিয় থাকবেন। তবে সর্বাবস্থায় পাহাড়ি জেলার শান্তিশৃঙ্খলা কায়েম রাখাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য - বললেন পুলিশসুপার শ্রীজিত টি। বৃহস্পতিবার হাফলং প্রেসক্লাবের পক্ষ থেকে  সভাপতি অনুপ বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিপ্লব দেব নবাগত পুলিশসুপারকে সংবর্ধনা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.