Header Ads

মালিগাঁওয়ের সেন্ট বিবেকানন্দ ইংলিশ একাডেমির রূপোলি জয়ন্তী

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ বিদ্যালয় শিক্ষার প্রসারের ক্ষেত্রে একটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই ভবিষ্যতে একজন রাজনীতিবিদ, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সাংবাদিক তৈরি হয়। শনিবার মালিগাঁওয়ের সেন্ট বিবেকানন্দ ইংলিশ একাডেমির রূপোলী জয়ন্তীতে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল জগদীশ মুখি। তিনি আরও বলেন- তাঁর কাছে শিক্ষার উদ্দেশ্য হল ভাল এবং মেধাবী ছাত্র তৈরি করা। কারণ সমাজ তখনই উন্নতির দিকে এগিয়ে যায় যখন সমাজে ভাল নাগরিক তৈরি হয়। প্ৰসঙ্গত, মালিগাঁয়ে স্কুলটির রূপোলি জয়ন্তী অনুষ্ঠান হয়ে যায় বর্ণময় কার্যক্রমের দ্বারা। প্ৰসঙ্গত, আজ থেকে ২৫ বছর আগে এই স্কুল স্থাপন করেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক অনিল সোম । বিবেকানন্দের আদর্শ নিয়ে শুরু হয়েছিল স্কুলটির পথ চলা। বর্তমান এটি মহানগরের একটি প্রথম সারির স্কুল হিসাবে পরিণত হয়েছে।
এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাজ্যপাল জগদীশ মুখী। এ উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এর সঙ্গে স্কুলের প্রাঙ্গণে বিবেকানন্দের একটি প্রতিমূর্তি উন্মোচন করেন রাজ্যপাল। এদিন স্কুলের প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রোপণ করা হয় গাছের চারাও। অনুষ্ঠানে বিবেকানন্দের প্রতিকৃতি অঙ্কন করেন চিত্ৰশিল্পী রবিন বর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা অনিল কুমার সোম, লিলি সোম, ডিরেক্টর সিতার্থ সাহা, প্রিন্সিপাল মিত্রা সোম সাহা, সহ বহু গণ্যমান্য ব্যক্তি। প্ৰসঙ্গত, পাণ্ডু মালিগাঁওয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন কার্যক্রমের পালন করা হয় বিবেকানন্দের ১৫৭তম জন্মজয়ন্তী উৎসব। পাণ্ডুর তরুণ সংঘ ময়দানে পালন করা হয় বিবেকানন্দের জন্ম জয়ন্তী, ন্যাশনাল ইউথ ডে। এই উপলক্ষে তরুণ সংঘ ময়দানে বাচ্চাদের মধ্যে আর্ট, স্পিচ, কুইজ, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর সঙ্গে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ওদিকে পাণ্ডুর রামকৃষ্ণ মিশনেও পালন করা হয় বিবেকানন্দের জন্ম জয়ন্তী উৎসব। এদিন আশ্রমের প্রাঙ্গণে বিভিন্ন ধরনের কার্যক্রমে আয়োজন করা হয়। পাণ্ডুর বিবেকানন্দ যুব মঞ্চের দ্বারা আয়োজন করা হয় বিবেকানন্দের জন্ম জয়ন্তী। এদিন বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান এলাকার বিশিষ্ট এবং গণ্যমান্য লোকেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.