Header Ads

শিবসাগরের পর মাজুলীতে অতিথি পাখীদের বিষ মাখিয়ে হত্যা

গুয়াহাটিঃ শীতের ঠাণ্ডা মরশুমে দক্ষিণ পূৰ্ব এশিয়ার সাইবেরিয়া, ভিয়েতনাম, লাউস, ম্যানমার, কম্বোডিয়া প্ৰভৃতি অঞ্চল থেকে যাযাবর পাখীরা অসম সহ উত্তর পূৰ্বাঞ্চলের অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে ঝাঁকে ঝাঁকে এসে মাস তিনেক শান্তিতে  কাটিয়ে যায়। ফিরতি পথে সঙ্গে করে নিয়ে যায় নবাগত সন্তান-সন্ততিদের। উত্তর কাছাড় পাৰ্বত্য জেলার জাটিঙ্গা, ডিব্ৰু সাইখোওয়া সহ আশ পাশ বনাঞ্চল, জলাশয়, পাখীদের কুহ কলুতানে ভরে যায়। মাজুলী, শিবসাগরের জলাশয়গুলিতে দেশান্তরি পাখীদের কল কাকলিতে ভরে উঠে। অন্যান্য বারের মতো এবারও পাখী শিকারীরা বিষ দিয়ে অতিথি পাখীগুলিকে নিৰ্মমভাবে হত্যা করছে। কয়েকদিন আগে শিবসাগরের জলাশয়গুলিতে যাযাবর পাখীদের বিষ মাখিয়ে হত্যার খবর পাওয়া গেছে। মাজুলীতেও একই ঘটনার খবর পাওয়া গেল। জাটিঙ্গাতেও প্ৰতিবছর কয়েকশ অতিথি পাখীকে হত্যা করা হয়। বন বিভাগের এ ব্যাপারে কোনও প্ৰতিরোধ ব্যবস্থা গ্ৰহণ করে না বলে প্ৰকৃতিপ্ৰেমীদের অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.