Header Ads

২৮ জানুয়ারি অসম বিধানসভার অধিবেশন শুরু


গুয়াহাটিঃ অসম বিধানসভা বাজেট অধিবেশ শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি থেকে। রাজ্যপাল জগদীশ মুখী এই অধিবেশনের অনুমোদন জানিয়েছেন। আগামী ২৮ জানুয়ারি থেকে ‘ভোট অন এ্যকাউণ্ট’ বাজেট হবে বলে বিধানসভা সূত্ৰে জানা গেছে। আগামী লোকসভা নিৰ্বাচনের জন্য কেন্দ্ৰীয় সরকারের বাজেট অধিবেশনের দিনক্ষণ এগিয়ে ফেব্ৰুয়ারি মাসে করা হচ্ছে। অসম বিধানসভার বাজেট অধিবেশনও এগিয়ে আনা হচ্ছে। পূৰ্ণাঙ্গ বাজেট অধিবেশন সম্ভব নয়, তাই ‘ভোট অন এ্যকাউণ্ট' বাজেট পেশ করা হবে। অধিবেশন প্ৰায় ১ মাস ব্যাপী চলবে। আগামী ৯ জানুয়ারি বিজনেস এণ্ড এ্যডভাইসরি কমিটি-র বৈঠকে নিঘণ্ট চূড়ান্ত করা হবে। আজ অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা অফিসারদের সঙ্গে বৈঠকে বসে বাজেট অধিবেশন সম্পৰ্কে বিস্তারিতভাবে আলোচনা করেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.