Header Ads

১২ দিনের বর্ণময় ডুইজিং উৎসবের সফল সমাপ্তি


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ বর্ণময় কার্যসূচিতে শেষ হল ১২ দিনব্যাপী তৃতীয় ডুইজিং উৎসব। গত ২৭ ডিসেম্বর চিরাং জেলার আই নদীর পারে বর্ণাঢ্য কার্যসূচীতো শুরু হয় ডুইজিং উৎসব। অন্তিম দিনে উপস্থিত ছিলেন বহু শিল্পী, রাজ্যের উচ্চ পদস্থ অধিকারিক, তারকা, রাজনীতিবিদের সঙ্গে বহু গণ্যমান্য ব্যক্তি। উৎসবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা, খাদ্য ও অসাময়িক সরবরাহ মন্ত্রী ফণিভূষণ চৌধুরী, জন স্বাস্থ্য কারিগরি মন্ত্রী রিহন দৈমারী, বিটিসি প্রধান হাগ্রামা মহিলারী, বিটিসির ডেপুটি চিফ থাম্পা বরগয়ারী, পর্যটন মন্ত্রী চন্দন ব্রহ্ম, প্রমুখ  উপস্থিত ছিলেন। দেশ বিদেশ থেকেও এসেছেন বহু পৰ্যটক। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইতালি, নেপাল ইত্যাদি থেকে বহু শিল্পী উৎসবে অংশগ্ৰহণ করেন। এই কয়টি দিনে স্থানীয় শিল্পীরাও তাদের কন্ঠে দৰ্শকদের মনোরঞ্জন করেন। অনুষ্ঠানের বিভিন্ন দিনে উপস্থিত থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্ৰী মালাইকা আরোরা, দ্য গ্রেট খালি, কণ্ঠশিল্পী অমিত ত্রিবেদী, ভূমি ত্রিবেদী, হিমেশ রেশমিয়া, লাকি আলি, কৈলাস খেরের মত বহু শিল্পী। বোড়ো পরম্পরাগত শিল্প, খাদ্য, সংস্কৃতি ছাড়াও প্রদর্শিত হয় রোমাঞ্চকর ক্রীড়া, রাইফেল শুটিং, আতশবাজি প্রদর্শন, জিপ সাফারী ইত্যাদি। উৎসবের সমাপ্তির দিন ডুইজিং উৎসব সম্পর্কে মন্তব্য করে রাজ্যের পর্যটন মন্ত্রী চন্দন ব্রহ্ম বলেন- রাজ্যের ক্যালেন্ডার ইভেন্ট হিসাবে স্থান পেয়েছে এই ডুইজিং উৎসব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.