Header Ads

পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়া দিল্লিঃ ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। পরবৰ্তী শুনানি হবে ২৯ জানুয়ারি। বৃহস্পতিবার মামলার শুনানিতে পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চের বিচারপতি উদয় ইউ ললিতের থাকা নিয়ে আপত্তি তোলেন মুসলিম আবেদনকারীরা। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির  সাংবিধানিক বেঞ্চের এই মামলা শোনার কথা ছিল। সেই বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও  ছিলেন বিচারপতি এস এ বোবদে, এন ভি রামানা, ইউ ইউ ললিত এবং ডি ওয়াই চন্দ্রচুড়। কিন্তু বিচারপতি উদয় ইউ ললিত এই মামলা থেকে নিজেকে সরিয়ে  নিলে মামলা আবার পিছিয়ে যায়। অযোধ্যার  বিতর্কিত জমি নিয়ে গত ছ' দশক ধরে মমলা চলছে  আদালতে। আগে একবার  পিছিয়ে যাওয়ার পর আবার মামলার শুনানি শুরু হয়। কয়েকটি ধর্মীয় সংগঠন চায় রাম মন্দির নির্মাণ করতে অর্ডিন্যান্স নিয়ে আসুক সরকার। বিজেপি এবং তাদের সহযোগী  দলেরও অনেকেই সেটা চায়। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেরকম কিছু করা যাবে না। গত বছর এই মামলার শুনানি দ্রুত করার আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেটি খারিজ করে  দিয়েছিল আদালত। এমতাবস্থায়  যদি দ্রুত শুনানির ব্যবস্থা  হয় তাহলে যারা অর্ডিন্যান্সের দাবি করে  আসছেন তাঁদের কাছে সন্তোষজনক  বিষয় হতে চলেছে। শুনানি দ্রুত হলে সেটা বিজেপির জন্যও ভাল হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। দীর্ঘ দিন বাদে বছর দুয়েক আগে উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করে বিজেপি। মন্দির নির্মাণ নিয়ে  অনিশ্চয়তা থাকায় অযোধ্যায় বিরাট রাম মূর্তি তৈরি হবে বলে ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.