Header Ads

প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়কের বিরূদ্ধে ক্ষোভ হারাঙ্গাজাওবাসীর

 বিপ্লব দেব হাফলং ১০ জানুয়ারিঃ রাজ্য সভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন সিইএম প্রকান্ত ওয়ারিশা প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবারের বিরূদ্ধে ক্ষোভ উগরে দিলেন হারাঙ্গাজাওবাসী। বৃহষ্পতিবার বিজেপি-র এক মহামিছিলে হারাঙ্গাজাও এলাকার বাসিন্দা নিমর কেম্প্রাই আমন মাইবাংসা সুদীপ রায়রা বলেন হারাঙ্গাজাও থেকে পূর্বে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে সিইএম সাংসদ ও বিধায়ক নির্বাচিত হওয়ার পর ও হারাঙ্গাজাওয়ের উন্নয়নে কিছুই করেন নি।  কিন্তু দেবলাল গার্লোসার নেতৃত্বে  ইএম আমেন্দু হোজাই গত আড়াই বছরে হারাঙ্গাজাওয়ের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন পানীয় জল থেকে শুরু করে পূর্ত সড়ক স্বাস্থ্য সবক্ষেত্রে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। হারাঙ্গাজাওয়ের স্থানীয় বাসিন্দা নিমর কেম্প্রাই বলেন এবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে পাহাড়ি জেলার নির্বাচনে গত আড়াই বছরের উন্নয়নের নিরিখে বিজেপিকে ভোট দেবেন। নিমরবাবু আশা ব্যাক্ত করে বলেন এবারের নির্বাচনে পরিষদের ২৮ টি আসনের মধ্যে ২৬ টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৯৫২ সালে পরিষদ গঠন হওয়ার পর থেকে পরিষদে কংগ্রেস ক্ষমতায় থাকলে ও পাহাড়ি জেলাতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই ডিমা হাসাও সার্বিক বিকাশে এবার বিজেপির পক্ষে বাজি ধরবেন বলে মন্তব্য করেন আমন মাইবাংসা। বৃহষ্পতিবার বিজেপির মহামিছিলে জনসমুদ্র দেখা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.