Header Ads

গোটা মেঘালয় জুড়ে বনধ সফল

 ছবি, সৌঃ দ্য শিলং টাইমস
ননীগোপাল ঘোষ, শিলং- প্রায় বছর চারেক পর এমন সর্বাত্মক বনধ দেখা গেল মেঘালয়ে। সাধারণ জনজীবন প্রায় স্তব্ধ হয়ে যায় গোটা রাজ্য জুড়ে। আপাত ব্যস্ত রাজধানী শিলঙের জনজীবন পুরোপুরি থমকে যায় মঙ্গলবার। রাস্তাঘাট ছিল শুনশান। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটতে থাকে। শহরের বহু জায়গায় ও জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে আবার কোথাও পাথর ফেলে ব্যারিকেড গড়ে তোলা হয়। কোথাও কোথাও যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। গারো পাহাড়েও বনধ পুরোপুরি সফল। দোকানপাট খোলেনি। রাস্তা ঘাটও ছিল শুনশান। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এনডিএ-র শরিক হয়েও বিলের বিরোধিতায় সরব। মেঘালয়ে এনপিপি-র সঙ্গে গাঁটছড়া রয়েছে বিজেপি-র। নাগরিকত্ব বিল নিয়ে এনপিপি-র সভাপতি তথা মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মঙ্গলবার বিকেলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান- তারা শীঘ্রই দলীয় বৈঠক ডাকতে চলেছেন। পশ্চিম গারো পাহাড়ের পুলিশ সুপার ড০ এম জি আর কুমার জানিয়েছেন- কয়েকটি টায়ার জ্বালানোর ঘটনা ছাড়া এদিনের বনধ শান্তিপূর্ণই ছিল। হাজিরার সংখ্যা ছিল প্রায় ৮০ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.