Header Ads

বিজেপির নির্বাচনী ইস্তাহারে স্বচ্ছ, দুর্নীতি মুক্ত পরিষদ গঠনের প্রতিশ্রুতি

বিপ্লব দেব, হাফলং- স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়ে রবিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে। হাফলং জেলা বিজেপি কার্যালয়ে এদিন বিকেলে জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভানেত্রী বনানী কেম্প্রাই দলের সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী অনুপ লাংথাসা জেলা বিজেপির সাধারণ সম্পাদক ধনপাইনন থাওসেন অফিস সেক্রেটারী ইশ্বরী প্রসাদ যৌইশী দলীয় ইস্তাহার প্রকাশ করেন। বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া বিজেপি পরিষদে ক্ষমতায় আসলে জেলার যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট থেকে শুরু জেলা সদরের সঙ্গে গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য সড়ক নির্মান করা হবে তাছাড়া স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা নিরসনে অধিক গুরুত্ব দেওয়া হবে। তাছাড়া ডিমা হাসাও জেলার চারটি টাউন কমিটিকে আধুনিক ব্যবস্থা করা হবে। বিজেপির ইস্তাহারে তা উল্লেখ করা হয় পরিষদে ক্ষমতায় আসলে কৃষি ও পশু চিকিৎসা বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন করার পাশাপাশি স্কিল ডেভলপম্যান্টের দ্বারা বেকার সমস্যার সমাধানে অধিক গুরুত্ব দেওয়া হবে। এমনকি পাহাড়ি জেলার পর্যটনের উন্নয়নে পার্বত্য পরিষদ বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলে ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়। তাছাড়া সেলফ এমপ্লয়মেন্ট বাড়ানো সহ কৃষি ও হস্ত শিল্পে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে পাহাড়ি জেলায় উৎপাদিত সামগ্রী বাইরে বাজার জাত করতে পারে। অর্থনেতিক ব্যবস্থার উন্নয়নে মৎস চাষে ও অধিক গুরুত্ব আরোপ করার প্রতিশ্রুতি রয়েছে বিজেপির ইস্তাহারে। এছাড়া বিজেপি পার্বত্য পরিষদে ক্ষমতায় আসলে বন সংরক্ষণ ও ওয়াইল্ড লাইফ প্রটেকশন সহ জীব জন্তু সংরক্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রতি দেওয়া হয় বিজেপির নির্বাচনী ইস্তাহারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.