Header Ads

প্ৰয়াগে অৰ্ধকুম্ভ এবং গঙ্গাসাগরে মকর সংক্ৰান্তির স্নান

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ ভোর হতে না হতেই মঙ্গলবার লক্ষ্যধিক পুণ্যাৰ্থী পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে মকর সংক্ৰান্তির স্নান করতে শুরু করেন। কেউ কেউ রাতেই স্নান সেরে নিয়েছেন। সারা ভারতবৰ্ষ থেকে পূণ্যাৰ্থীরা দিন কয়েক আগেই গঙ্গাসাগর এবং প্ৰয়াগের পাড়ে গিয়ে ভিড় করেছেন। এলাহাবাদের প্ৰয়াগে অৰ্ধকুম্ভ মেলা শুরু হয়েছে।  এদিন ভোর থেকেই শুরু হয়েছে পুণ্যাৰ্থীদের স্নান। যা শাহি স্নান বলে পরিচিত। দুই জায়গা মিলিয়ে লক্ষাধিক মানুষের ভিড় সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্ৰশাসন। এলাহাবাদের প্ৰয়াগের ত্ৰিবেনী ঘাটে শাহি স্নান করলে অত্যন্ত পুণ্যাৰ্জন করা যায় বলে হিন্দুধৰ্মাবলম্বি মানুষের বিশ্বাস। এই স্নান উপলক্ষে বিভিন্ন প্ৰান্তের সাধু সন্ত লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। অ্যাতোটাই তারা ধৰ্মে বিশ্বাসী যে প্ৰচণ্ড শীতে পুণ্যাৰ্থীরা সাগরের জলে স্নান করেও তাদের ঠাণ্ডা লাগছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.