Header Ads

নাবলাইডিসাতে পার্বত্য পরিষদের সিইএমের কনভয় আটকে দেয় উত্তেজিত জনতা

বিপ্লব দেব হাফলং - উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে ডিমা হাসাও জেলায় নির্বাচনী উত্তেজনা বেড়ে চলছে। এবার জনতার রোষের মুখে পড়লেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম তথা পার্বত্য পরিষদের দিহাঙ্গী আসনের বিজেপি প্রার্থী দেবোলাল গার্লোসা। এমনিতে বিজেপির টিকিট বন্টন নিয়ে গেরুয়া শিবিরে নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অধিকাংশ বিজেপি নেতা কর্মীদের অভিযোগ টিকিট বন্টন নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। এনিয়ে গেরুয়া শিবিরে বিদ্রোহ দেখা দিয়েছে। তার জেরেই মাইবাং মহকুমার অন্তর্গত পরিষদের হাজাডিসা আসনের নাবালাইডিসাতে সিইএম দেবোলাল গার্লোসার কনভয় আটকে দেয় উত্তেজিত জনতা। নাবলাইডিসাতে এভাবে কয়েক ঘন্টা সিইএম-র কনভয় আটকে রাখে জনতা। জানা গেছে নাবলাইডিসা গ্রামে হাজাডিসা আসনের বিজেপি প্রার্থী প্রজিত হোজাইর নির্বাচনী সভায় যাওয়ার পথে নাবলাইডিসা গ্রামে সিইএম-র কনভয় আটকে দেয় হাজাডিসা আসনের নির্দল প্রার্থী থাইসোডাও থাওসেনের সমর্থকরা। কারণ পরিষদের বর্তমান বিজেপি দলের ইএম থাইসোডাও থাওসেনকে এবার বিজেপি প্রার্থীত্ব না দেওয়ায় হাজাডিসা সমষ্টির জনগন ক্ষুদ্ধ হয়ে উঠেন। তাই এভাবে সিইএম দেবোলাল গার্লোসার কনভয় আটকে দেয়। এদিকে টিকিট নিয়ে অগপ দলে ও ব্যাপক ক্ষোভ দেখা দেয়। অগপ-র টিকিট না পেয়ে এবার দল ছাড়লেন উত্তম হোজাই। পরিষদের কালাচান্দ আসন থেকে অগপ দলের প্রার্থীত্বের দাবিদার উত্তম হোজাইকে টিকিট দেওয়া হয়নি। তাই ক্ষোভে অগপ ছাড়লেন উত্তম হোজাই এবং সেই সঙ্গে কালাচান্দ আসনের বিজেপি প্রার্থী রতন জারামবুসাকে বিজয়ী করতে বিজেপি দলে যোগ দেন উত্তম হোজাই। প্রায় ৩০০ নেতা কর্মীকে নিয়ে উত্তম হোজাই বিজেপিতে যোগদান করেন। সেই সঙ্গে কালাচান্দ অগপ আঞ্চলিক কমিটি গ্রাম পর্যায়ে কমিটি বুথ কমিটি ভেঙ্গে ইতানন কেম্প্রাই বিশ্বজিৎ হোজাইর মত অগপ নেতা অগপ দল থেকে পদত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। ইতিমধ্যে পশ্চিম মাইবাং আসন থেকে অগপ-র টিকিট প্রত্যাখান করে বিজেপি দলে যোগ দেন সুব্রত হোজাই। এই অবস্থায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে ডিমা হাসাওয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.