Header Ads

পার্বত্য পরিষদে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতার দিকে, নিরাশা জনক ফলাফল কংগ্রেস, অগপ-র




 বিপ্লব দেব, হাফলং, ২২ জানুয়ারিঃ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে। গেরুয়া ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত কংগ্রেস ও অগপ। দ্বাদশ স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে কংগ্রেস ও অগপ-র শোচনীয় ফলাফল। অন্যদিকে পরিষদের বিজেপির প্রাক্তন ইএম কুলেন্দ্র দাওলাগাপু ও সুব্রত থাওসেনকে পরাজয়ের মুখ দেখতে হল। তাছাড়া গরমপানি আসনটি ও বিজেপির হাতছাড়া হয়। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ টি আসনের মধ্যে ঘোষিত ১৬ টি আসনের মধ্যে বিজেপি ১১ টি আসনে জয়ী হয়ে একক সংখ্যা গরিষ্ঠতার পথে। অন্যদিকে নির্দল প্রার্থীর দখলে গেছে ৪ টি আসন এবং কংগ্রেসের দখলে যায় একটি আসন। পরিষদ গঠন করতে হলে বিজেপির ১৫ টি আসনের ম্যাজিক ফিগার প্রয়োজন। পার্বত্য পরিষদের দিয়ুংব্রা আসনের বিজেপি প্রার্থী নবজিৎ হোজাই পরিষদের প্রাক্তন ইএম মায়ানন কেম্প্রাইকে ১১৪৪ ভোটের ব্যবধানে পরাজিত করে। খারতং আসনে বিজেপি প্রার্থী লালরেমসিয়ামা ডারনে ৩০৬ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অগপ প্রার্থী লালযোশয়া বেইতেকে পরাজিত করেন। হাতিখালি আসনে বিজেপি প্রার্থী কুলেন্দ্র দাওলাগাপু মাত্র ২৭ ভোটে হেরে যান নির্দল প্রার্থী বিমল হোজাইর কাছে। গরমপানি আসনে কংগ্রেস প্রার্থী জয়সিং দুরুং ৫৯৮ ভোটের ব্যবধানে তার নিকটতম বিজেপি প্রার্থী ডেনিশ টেরনকে পরাজিত করেন। গুঞ্জুং আসনে বিজেপি প্রার্থী নজিৎ কেম্প্রাই ১১৫৬ ভোটের ব্যবধানে অগপ প্রার্থী বিজয়েন্দ্র সেংইয়ংকে পরাজিত করেন। হাডিংমা আসনে বিজেপির প্রাক্তন ইএম দেবজিৎ বাটারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অগপ প্রার্থী অজিত হোজাইকে ১১০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। দিহামলাই আসনে নির্দল প্রার্থী রামগালুম্বে জেমি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নামরাং জেমিকে পরাজিত করেন। পশ্চিম মাইবাং আসনে নির্দল প্রার্থী বিজিত লাংথাসা ১৩৬৮ ভোটে বিজেপি প্রার্থী সুব্রত থাওসেনকে পরাজিত করেন। হাজাডিসা আসনে বিজেপি প্রার্থী প্রজিত হোজাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থাইসোডাও থাওসেনকে পরাজিত করেন। হামরি আসনে বিজেপি প্রার্থী মনজিৎ নাইডিং ৮৪ ভোটে নির্দল প্রার্থী মহেন্দ্র কেম্প্রাইকে পরাজিত করেন হামরি আসনে কংগ্রেস প্রার্থী দিলিপ নুনিসা মাত্র ৩১ টি ভোট পেয়েছেন। লোয়ার খারতং আসনে বিজেপি প্রার্থী নম্রথাং মার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অগপ প্রার্থী লালরুপুই মারকে ২৩ ভোটে পরাজিত করেন।  অন্যদিকে দলং আসনে মাত্র ৭ টি ভোটের জন্য হেরে যান নির্দল প্রার্থী রামুলসাং রাংখল হেড়ে যান ওই আসনে নির্দল প্রার্থী এস টি জেম রাংখল এনিয়ে তৃতীয়বারের জন্য নির্বাচিত হন। দিগের আসনে বিজেপি প্রার্থী স্যামুয়েল চাংসন কংগ্রেস প্রার্থী সেটমিংথাং খংসাইকে ৮৪ ভোটে পরাজিত করেন। সেমখর আসনে পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন তথা বিজেপি প্রার্থী রানু লাংথাসা ১৯৬ ভোটে অগপ প্রার্থী প্রশান্ত ফংলোকে পরাজিত করে ওই আসন থেকে তৃতীয়বারের জন্য নির্বাচিত হন রানু লাংথাসা। পার্বত্য পরিষদের মাহুর আসনে বিজেপি প্রার্থী রাহুল নাইডিং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী জুয়েল সেংইয়ংকে ৯৫৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এদিকে পার্বত্য পরিষদে বিজয়ী নির্দল প্রার্থী বিমল হোজাই বিজিৎ লাংথাসা ও রামগালুংবে জেমি ও এস টি জেম রাংখল বিজেপিকে সমর্থন করবেন বলে সংবাদ মাধ্যমকে জানান। এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত পরিষদের ১২ টি আসনের ভোটগণনা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.