Header Ads

মেয়েদের সুরক্ষায় এনএফ রেলওয়ের নয়া মহিলা স্কোয়াড ‘সতী জয়মতী’


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের মহিলাদের সুরক্ষার দিকে বিশেষ লক্ষ্য রেখে এনএফ রেলওয়ে সুরক্ষা বাহিনী গঠন করল মহিলা স্কোয়াড। মঙ্গলবার গুয়াহাটির কামাখ্যা স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর মহিলা উপ পরিদর্শক এবং মহিলা পুলিশ দ্বারা বিশেষ ভাবে গঠিত মহিলা স্কোয়াড আনুষ্ঠানিকভাবে কাজে নামে। অসমের  বীরাঙ্গনা ‘সতী জয়মতী’ নামে নামকরণ করা হয় এই মহিলার স্কোয়াডের। সমাজ সেবার ক্ষেত্রে জয়মতীর সাহসিকতা, একনিষ্ঠতা এবং অধ্যাবসায়ের দ্বারা অনুপ্রাণিত হতেই এই বাহিনীর নামকরণ করা হয়েছে জয়মতী বাহিনী। স্কোয়াডের মুখ্য উদ্দেশ্য হল গুয়াহাটি অঞ্চলে রেলওয়ে ট্রেনে প্লাটফর্মে মহিলাদের নিরাপত্তা জোড়দার করা। জয়মতী বাহিনীর সদস্যরা গুয়াহাটি ও কামাখ্যা রেলওয়ে স্টেশনে মহিলা ও শিশুদের সম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মহিলা যাত্রীদের সঙ্গে বার্তালাপ করে নিজের কর্তব্য শুরু করেছে। পাশাপাশি যাত্রীদের চলতি ট্রেনেও প্লাটফর্মে যেকোনও ধরনের জরুরী কালীন পরিস্থিতিতে ১৮২ নম্বর ডায়াল করতে বলা হয়েছে। মহিলা কামরাগুলির নিরাপত্তা নিশ্চিত করা, মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি করা এইসব দিকে মহিলা স্কোয়াডের নজর থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.