Header Ads

ইস্তফা দিলেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা


নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লি: ইস্তফা দিলেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা। দমকল বিভাগের প্রধান পদে বসতে অস্বীকার করে পদত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ পদ থেকে সরিয়ে দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। এরপর তাঁকে দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল পদে বসানো হয়। সিবিআই অধিকর্তা পদে তাঁর থেকে যে সততা আশা করা হয়েছিল, তা পাওয়া যায় নি এই যুক্তিতে অলোক বার্মাকে সরানো হয়। প্ৰসঙ্গত, সুপ্ৰিম কোৰ্টের রায়ে সিবিআই ডিরেক্টরের পদ ফিরে পাওয়ার দুদিন পরই তাঁকে অপসারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। ওই প্যানেলে ছিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী, বিরোধী দলনেতা মল্লিকাৰ্জুন খাড়গে। প্ৰতিনিধি হিসেবে প্যানেলে ছিলেন সুপ্ৰিম কোৰ্টের বিচারপতি এ কে সিক্ৰি। সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে বিবাদের জেরে গত ২৩ অক্টোবর মধ্যরাতে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন বর্মা। প্রধান বিচারপতির বেঞ্চ মধ্যরাতের সেই নির্দেশিকা খারিজ করে দেয়। ফলে পদ ফিরে পান বর্মা। বৃহস্পতিবার দায়িত্বভারও নিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে বৈঠকে বসে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি। সেই বৈঠকেই অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার পর তাঁকে বদলি করে পাঠানো হয় দমকলের অধিকর্তার পদে। কিন্তু সেই পদে গ্রহণ করতে অস্বীকার করেন বর্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.