Header Ads

পাহাড়ি জেলার উন্নয়নের কাজে সবাইকে একজোট হয়ে সামিল হওয়ার আহ্বান দেবোলাল গার্লোসার



বিপ্লব দেবঃ হাফলং

নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে এবং সর্বানন্দ সানোয়ালের নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পরই ডিমা হাসাও জেলায় উন্নয়নের চাকা সচল হয়েছে বলে মন্তব্য করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা। দেশের ৭০ তম গনতন্ত্র দিবস উপলক্ষে হাফলং আসাম রাইফেল খেলার মাঠে সরকারি ভাবে আয়োজিত গনতন্ত্র দিবসে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে পার্বত্য পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা ভাষন প্রসঙ্গে বিরোধী দল গুলির তীব্র সমালোচনা করে বলেন স্বাধীনতার পর থেকে পার্বত্য পরিষদে বিভিন্ন দলের সরকার গঠন হলে পাহাড়ি জেলাতে উন্নয়নের ছোঁয়া লাগেনি তবে পার্বত্য পরিষদে গত আড়াই বছর বিজেপি ক্ষমতায় থাকাকালীন পাহাড়ি জেলায় উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে। তিনি বলেন কংগ্রেস আমলে এপিএসিতে রাকেশ পালের মত চ্যায়ারম্যান থাকার দরুন ডিমা হাসাও জেলার কোন ছাত্রছাত্রী এসিএস পায়নি। তবে বিজেপি সরকার আসার পর ডিমা হাসাও জেলার ১৫ জন ছাত্রছাত্রী এসিএস পেয়েছে। দেবোলাল গার্লোসা গত ১৯ জানুয়ারির নির্বাচনে পাহাড়ের মানুষের আশীর্বাদেই বিজেপি জয়ী হয়েছে। উন্নয়নের নীরিখেই এবারের নির্বাচনে ভোট দিয়েছেন পাহাড়বাসী তাই আগামী ৫ বছর জেলার সার্বিক উন্নয়নই হবে বিজেপির প্রধান লক্ষ্য। তিনি বলেন ডিএইচডি উভয় গোষ্ঠীর সঙ্গে সাক্ষরিত কেন্দ্র ও রাজ্যসরকারের ত্রিপাক্ষিক সমঝোতা পত্রের সফল রূপায়ন হওয়ার পথে বলে মন্তব্য করেন দেবোলাল গার্লোসা পাহাড়ি জেলার সার্বিক উন্নয়নের কাজে সবাই সামিল হয়ে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। এদিন দেশের ৭০ তম গনতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রথমে জাতির পিতা মহাত্মা গান্ধী ও ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্ম বলিদান করা বীর সেনানী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর প্যারেডে অংশ গ্রহনকারী পুলিশ ব্যাটেলিয়ন গৃহরক্ষী বাহিনী এনসিসি ও স্কাউট গাইডদের অভিবাদন গ্রহন করেন। এদিন গনতন্ত্র দিবসের অনান্য অনুষ্ঠানের মধ্যে ছিল তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরমপরাগত লোক নৃত্য প্যারেডে অংশগ্রহন কারী এনসিসি ও স্কাউট গাইডদের মধ্যে পুরষ্কার বিতরন। তাছাড়া হাফলং সরকারি হাসপাতালে রোগীদের মধ্যে হাফলং জেলের কয়েদি সহ আনাথালয়ের শিশুদের মধ্যে ফল মূল বিতরন অনুষ্ঠান এদিকে মহকুমা সদর মাইবাং দিসরু খেলার মাঠে গনতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক নির্মল কান্তি দেবনাথ। এদিন গনতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া পুলিশসুপার শ্রীজিত থিরাভিয়াম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.