Header Ads

উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

বিপ্লব দেব হাফলং- দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। হাফলং সাংস্কৃতিক ভবনে ওই দিন পার্বত্য পরিষদের ২৮ টি আসনের নব নির্বাচিত পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া। এবং ৬ ফেব্রুয়ারি পার্বত্য পরিষদের অধ্যক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।  দ্বাদশ পার্বত্য স্বশাসিত পরিষদে পরবর্তী অধক্ষ্য কে হবেন তা এখনও নিশ্চিত নয়। তবে পার্বত্য পরিষদের অধক্ষ্য নির্বাচনের জন্য অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি পার্বত্য পরিষদের বিশেষ অধিবেশনের জন্য বিজ্ঞপ্তি জারি করার পরই পরিষদের অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সরকারি সুত্রে জানা গিয়েছে পার্বত্য পরিষদের অধ্যক্ষ নির্বাচনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য গৌহাটি হাইকোর্টের নির্দেশ মর্মে পার্বত্য পরিষদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে ৫ ফেব্রুয়ারির মধ্যে পরিষদ নতুন গঠন করতে হবে। গত ১৯ জানুয়ারি পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং পার্বত্য পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে পরিষদের ২৮ টি আসনের মধ্যে বিজেপি ১৯ টি আসনে জয়ী হয়ে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে উত্তর কাছাড় পার্বত্য পরিষদে ক্ষমতা দখল করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.