Header Ads

টিকিট বন্টন নিয়ে ডিমা হাসাও বিজেপিতে বিদ্রোহের সুর

বিপ্লব দেব, হাফলং- উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য বিজেপি দল প্রচার অভিযান তীব্রতর করে তুলেছে। পরিষদের ২৮ টি নির্বাচন কেন্দ্রে বিজেপি-র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন। ভোট চাইছেন উন্নয়নের নিরিখে। এবার পার্বত্য পরিষদের বিজেপির বর্তমান পাঁচজন ইএমকে বিজেপি টিকিট দেয়নি। ইএম ইউহিং পামে থাইসোডাও থাওসেন মহেন্দ্র কেম্প্রাই ও ফ্লেমিং রূপসী সাইলা ও এস টি জেম রাংখল এই পাঁচজনকে বিজেপি নেতৃত্ব টিকিট না দেওয়ায়  ওই পাঁচজন ইএম এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাছাড়া অনেক বিজেপি নেতা যারা টিকিট প্রত্যাশী ছিলেন এদের টিকিট মেলেনি এই সব বিজেপি নেতা নির্দল হিসেবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে গেরুয়া শিবিরে সমস্যা দেখা দিয়েছে। একাংশ বিজেপি নেতা কর্মীদের অভিযোগ এবার টিকিট বন্টনে কোটি কোটি টাকার লেন দেন হয়েছে। তবে বিজেপি নেতৃত্ব এসব অভিযোগ উড়িয়ে দেয়। পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা টিকিট দেওয়ার ক্ষেত্ৰে টাকার লেন দেন হওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেন যাদের নির্বাচনে জয়ের পুরো সম্ভাবনা রয়েছে এদেরই টিকিট প্রদান করে বিজেপি নেতৃত্ব। এদিকে জেলার বিজেপি নেতৃত্ব টিকিট বন্টনে কোন কারচুপি করা হয়নি বলে এধরনের সাফাই দিলেও পার্বত্য পরিষদের নির্বাচনে টিকিট বন্টন করা নিয়ে বিজেপি সমস্যায় পড়তে পারে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। পরিষদের নির্বাচনে ১৪০ জন প্রার্থীর মধ্যে ৪৬ জনই নির্দল প্রার্থী। আর ৪৬ জনের মধ্যে বেশির ভাগ বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.