Header Ads

সুপ্ৰিম কোৰ্টের রায়ে সিবিআই অধিকৰ্তার পদ ফিরে পেলেন অলোক বৰ্মা

নয়াদিল্লিঃ  বুধবার সকালে দিল্লিতে সিবিআই-এর সদর কাৰ্যালয়ে এসে তিনি বুঝে নেন দায়িত্বভার। গত ২৩ অক্টোবর মধ্যরাতে সিবিআই ডিরেক্টর অলোক বৰ্মাকে ছুটিতে পাঠানোর নিৰ্দেশিকা জারি করে মোদী সরকার। তিনি ছুটিতে গেলে  সিবিআই হেড কোয়াৰ্টারের তাঁর ১০ ফ্লোরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তবে ছুটিতে গিয়েও এই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বর্মা। সেই মামলায় মঙ্গলবার কেন্দ্রের ওই নির্দেশিকা খারিজ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ফলে অলোক বর্মার ফের সিবিআই ডিরেক্টরের পদ ফিরে পাওয়ার ক্ষেত্রে সমস্ত জটিলতা কেটে যায়। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন এন নাগেশ্বর রাও। তিনি অলোক বর্মার ঘনিষ্ঠ এক ঝাঁক অফিসারকে বদলি করে দিয়েছিলেন। এবার অলোক বর্মা সেই সব অফিসারদের ফিরিয়ে এনে রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তে গতি বাড়াতে পারেন। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক বর্মা। কিন্তু বদলি হওয়া ওই অফিসারদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে ওয়াকিবহাল শিবির। কারণ নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধেও একই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.