Header Ads

ড০ ইলিয়াল আলির অসমে শান্তি সম্প্ৰীতি রক্ষার আহ্বান


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ দেশের মধ্যে অন্যতম জন্ম নিয়ন্ত্ৰণ বিশেষজ্ঞ ড০ ইলিয়াস আলি বিশেষ করে সংরক্ষণবাদী সমাজ মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও জন্ম নিয়ন্ত্ৰণ ব্যবস্থাকে জনপ্ৰিয়তা করে তুলে সারা দেশ বিদেশ সম্মানিত হয়েছেন। তাঁকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করার কথা চলছে। সেই সম্মানিত ব্যক্তিত্ব অসমের গ্লোবাল হাসপাতালের কৰ্ণধার শনিবার অসমের বৰ্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্ৰকাশ করে বলেন- অসমে বিভিন্ন ভাষাভাষি ধৰ্ম জনগোষ্ঠীর মধ্যে শান্তি সম্প্ৰীতির ভাতৃত্ববোধের কোনও অভাব ঘটেনি গত দুশকে। হঠাৎ নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্ৰ করে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। এই পরিস্থিতিতে রাজ্যের প্ৰতিটি সংগঠন রাজনৈতিক দলের শান্তি শৃঙ্খলা রক্ষায় অসমের স্বাৰ্থ সংরক্ষণে এগিয়ে আসা উচিত এবং আলোচনার মাধ্যমে কোনও সমাধান সূত্ৰ বার করার আহ্বান জানলেন বিশিষ্ট চিকিৎসক ড০ ইলিয়াস আলি।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.