Header Ads

মৎস্য চাষের ব্যবসায় নতুন প্ৰজন্মকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্ৰীর

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমে মৎস্য পালন ক্ষেত্ৰকে সম্বৃদ্ধ করে তুলতে  ন্যাশনাল ফিসারিস ডেভেলপমেন্ট বোৰ্ড- এর সহযোগে অসম ফিসারিস ডেভেলপমেন্ট কৰ্পোরেশন লিমিটেড মহানগরের জুরোড তিনালিতে বৃহস্পতিবার মৎস্য ভোগ মেলা অনুষ্ঠিত করে। এই মেলা চলবে ১২ জানুয়ারি পৰ্যন্ত। এদিন সকালে মেলায় মুখ্য অতিথি হিসেবে যোগ দিয়ে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বলেন- ‘মাছ চাষের ক্ষেত্ৰে অসমে প্ৰচুর সম্ভাবনা রয়েছে। রাজ্যে প্ৰচুর জলসম্পদ রয়েছে, আরও বেশি মাছ উৎপাদন করার ক্ষমতাও রয়েছে আমাদের মধ্যে। কিন্তু তার জন্য আমাদেরকে বৈজ্ঞানিক উপায় অবলম্বন করতে হবে।’ ২০১৭-১৮ বৰ্ষে রাজ্যে মৎস্য বিভাগ ২০,০০০ মেট্ৰিক টন মাছের উৎপাদন করার জন্য মুখ্যমন্ত্ৰী বিভাগটির প্ৰশংসা করেন। এ প্ৰসঙ্গে একটি প্ৰকল্পের কথা উল্লেখ করএ তিনি বলেন- মুখ্যমন্ত্ৰীর সমগ্ৰ গ্ৰাম্য উন্নয়ন যোজনা প্ৰকল্পের অধীনে ৩৩,০০০ কোটি টাকা বাজেটের কথা উল্লেখ করেন। এর জন্য গ্ৰামে মাছ চাষের জন্য নিৰ্ধারিত জায়গাও রাখা হয়েছে বলে উল্লেখ করেন। এর জন্য ব্ৰহ্মপুত্ৰ এবং বরাকের নদীর জলের সদব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি। মৎস্য চাষের ব্যবসায় নতুন প্ৰজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন মৎস্য ভোগ মেলায় প্ৰচুর মৎস্য প্ৰেমীদের ভিড় দেখা যায়। এদিন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য পালন, বন তথা আবগারী মন্ত্ৰী পরিমল শুক্লবৈধ্য, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দরাবাদের এনএফডিবি-র সিইও রানী কুমুদিনি। এছাড়াও আরও বহু গন্যমান্য ব্যক্তি মৎস্য বিভাগের প্ৰথম দিনের মেলায় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.