Header Ads

পশ্চিমবঙ্গের সিপিএম-ও ‘দেশপ্ৰেম দিবস' চায়

কলকাতাঃ নেতাজি সুভাষচন্দ্ৰ বসুর ১২৩ তম জন্মদিনকে ‘দেশপ্ৰেম দিবস' হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্ৰণ্ট। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে চিঠি পাঠালেন  বামফ্ৰণ্ট। চিঠিতে বামফ্ৰণ্ট চেয়ারম্যান বিমান বসু লিখেছেন, সুভাষচন্দ্ৰকে ‘পেট্ৰিয়ট অফ পেট্ৰিয়টস্' আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। দেশ জুড়ে এই সময়ে যখন নৈতিক মূল্যবোধ ও দেশপ্ৰেমের অভাব প্ৰকট, সেই সময়ে দেশাত্মবোধের ভাবনা তরুণ প্ৰজন্মের মধ্যে সঞ্চারিত করা প্ৰয়োজন। সুভাষের লড়াই স্মরণে রেখে আর দেরি না করে তাঁর জন্মদিনকে ‘দেশপ্ৰেম দিবস' ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। বিমানবাবু শুক্ৰবার বলেন, “বামফ্ৰণ্টের তরফে আমরা নেতাজির ১২৩ তম জন্মদিন দেশপ্ৰেম দিবস হিসেবেই পালন রব।” বামফ্ৰণ্ট জমানার শেষ দিকে রাজ্য সরকারও ‘দেশপ্ৰেম দিবস' পালন করেছিল। তৃণমূলের সরকারেরও একই স্বীকৃতি দেওয়া উচিত বলে দাবি বাম নেতাদের। অল ইণ্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দ্বীপ মুখাৰ্জিও একই দাবি জানিয়েছেন কেন্দ্ৰীয় সরকারের কাছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.