Header Ads

নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে বিধানসভা উত্তপ্ত হবে, অগপ ও এআইইউডিএফ হাত মেলাল


গুয়াহাটিঃ সোমবার থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যপাল জগদীশ মুখীর বাজেট বক্তৃতার মধ্য দিয়ে বাজেট অধিবেশন এর সূচনা হবে।আগামী ৬ই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা ২০১৯-২০২০ অর্থবছরের ‘ভোট অন একাউন্ট’ বাজেট পেশ করবেন। দেশের আগামী লোকসভা নির্বাচন এপ্রিলের শেষার্ধে হওয়ার কথা চলছে। তাই কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন এগিয়ে আনা হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখে অসম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশনকে ঘিরে বিধানসভার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ বিভিন্ন কারণে উত্তপ্ত হয়ে ওঠার যথেস্ট সম্ভাবনা আছে। ১৪তম বিধানসভায় এবার বিজেপি সরকারের শরিক দল অসম গণপরিষদ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ইতিমধ্যেই অগপ দল সরকার থেকে সরে এসেছে। তাদের তিনজন মন্ত্রীও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়লের কাছে পদত্যাগ পত্র পেশ করেছেন। কিন্তু শোনা যাচ্ছে পদত্যাগপত্র তিনটি এখনো মুখ্যমন্ত্রীর টেবিলে ফাইল বন্দি হয়ে পড়ে আছে, রাজ্যপালের কাছে পাঠানো হয়নি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে অগপ র মতো আঞ্চলিক দল কে ধরে রাখতে। অগপ কিন্তু ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী কে চিঠি দিয়ে দলের ১৪ জন বিধায়ক ই বিরোধী দলের আসনে বসবে বলে জানিয়ে দিয়েছে।আজ অগপ এআইইউডিএফ-এর ১৩জন বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভায় কক্ষ সমঝোতা করে লড়াই করবে বলে আজ এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম জানিয়েছেন। রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল কে কেন্দ্র করে অসম সরকার বিরোধী আন্দোলন অব্যাহত। ইউডিএফ ও এই বিলের তীব্র বিরোধী। বিধানসভার প্রথমদিন ট্রেজারি বেঞ্চ এবং রাজ্যপাল যখনই এই বিলের সমর্থনে কথা বলবে তখনই প্রধান বিরোধী দল কংগ্রেস এর ২৫ জন বিধায়ক ইউডিএফ এবং অগপ র ২৭ জনকে পাশে নিয়ে বিধানসভায় ঝাঁপিয়ে পড়বে । তাই প্রথম দিন থেকেই এই তিন দলের মোট ৫২ জন বিধায়ক সরকারের বিরুদ্ধে বিধানসভা উত্তাল করে তুলবে। এর মধ্যে নতুন মাত্রা পাবে সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ায় কংগ্রেস নেতা মালিকার্জুন খার্গে আজ অসম এর আম জনতার প্রানের পুরুষ ভূপেন হাজারিকাকে কটাক্ষ করে বলেছেন “সাধারণ এক গায়ককে কেন ভারতরত্ন দেওয়া হলো, তিনি তো আরএসএস মতাদর্শে বিশ্বাসী”। এর প্রতিবাদে রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে, যার ঝাপটে লাগবে বিধানসভায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.