Header Ads

মহাত্মা গান্ধীর আদর্শ ও বাণী প্রচার করার উদ্দেশ্যে ভারত ভ্রমণ করছেন সংগীথা


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে তাঁর আদর্শ এবং স্বচ্ছতার বাণী প্রচার করতে ভারতীয় মূলের আবুধাবি নিবাসী সংগীথা শ্রীধর শুক্রবার গুয়াহাটি পৌঁছন। এদিন মহানগরের কামাখ্যা মোটরসে তাঁকে সংবর্ধনা জানানো হয়। প্ৰসঙ্গত, গত বছরের আগস্ট মাসে সংগীথা মুম্বইয়ের ইন্ডিয়া গেট থেকে যাত্রা শুরু করেছিলেন। তিনি কাশ্মীর থেকে শুরু করে ভারতের ছোট বড় ২৪ টি রাজ্য ঘুরে নর্থইস্ট এসে পৌঁছন। গোটা উত্তরপূৰ্বাঞ্চল ভ্রমণ করে তিনি শুক্রবার গুয়াহাটি এসে উপস্থিত হন। সংগীথা দেশের বিভিন্ন ছোট -বড় শহর, সর্বজনীন শৌচাগার, রাস্তা, জাতীয় সড়ক, মহিলা সুরক্ষাকে নিয়ে তথ্য সংগ্রহ করেছেন। তাঁর সংগৃহীত তথ্য গুলোকে সরকারের হাতে তুলে দেবেন। অন্যদিকে, টাটা মোটরস তাঁর মত এই সাহসী মহিলাকে ভ্রমণ করার জন্য একটি টাটা হেক্স গাড়ি উপহার দিয়েছে। এই গাড়ি নিয়ে তিনি একা পুরো দেশ ভ্রমণ করছেন। শুক্রবার টাটা মোটরস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগীথা বলেন- উত্তর-পূর্বাঞ্চলের প্রাকৃতিক সৌন্দৰ্য এবং বস্ত্রশিল্প তাঁকে অনেক প্রভাবিত করেছে। সংগীতার এই দীর্ঘ যাত্রা চলতি বছরের মার্চ মাসে শেষ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.