Header Ads

পার্বত্য পরিষদে বিজেপি অর্থ বাহুবল ও প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে অভিযোগ কংগ্রেস নেতা ডেনিয়েল লাংথাসার


বিপ্লব দেব হাফলং

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন কংগ্রেসের কাছে বিরাট যুদ্ধ ছিল বলে মন্তব্য করেন পার্বত্য পরিষদের নব নির্বাচিত সদস্য ডেনিয়েল লাংথাসা তবে এই যুদ্ধে কিছুটা হলে জয়ী হয়েছে কংগ্রেস কারন পার্বত্য পরিষদের সবচেয়ে বড় দুটি আসন হাফলং গরমপানি আসনে কংগ্রেস জয়ী হয় কারন ওই দুটি আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশী বলে শুক্রবার রাজীব ভবনে এক সাংবাদিক সন্মেলন করে ডেনিয়েল লাংথাসা বলে হাফলং গরমপানি আসনে জনগন বিজেপি দলকে প্রত্যাখান করেছেন ডেনিয়েল লাংথাসার অভিযোগ এবারের পার্বত্য পরিষদের নির্বাচন অর্থ আর বাহু বলের নির্বাচন ডেনিয়েলের অভিযোগ করে বলেন অর্থ আর বাহু বল প্রয়োগ করে এবং প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে বিজেপি পার্বত্য পরিষদে ক্ষমতা দখল করতে সক্ষম হয় সাংবাদিক সন্মেলনে ডেনিয়েল বলেন সামনেই লোকসভা নির্বাচন এবং আগামী দুই বছরের মধ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন ওই নির্বাচনে কংগ্রেস জনগনের কথা ভেবেই লড়াই করবে কারন আগামীতে কেন্দ্রে কংগ্রেসের সরকারই গঠন হবে এদিন হাফলং আসন থেকে কংগ্রেসের বিজয়ী প্রার্থী ডেনিয়েল লাংথাসা বলেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ডিমা হাসাও জেলায় বিজেপি অপপ্রচার চালাচ্ছে যে নাগরিকত্ব সংশোধনী বিলকে পাহাড়ের মানুষ সমর্থন করছে তিনি বলেন এই ট্রাইবেল বাঙালি অসমীয়া বাঙালির লড়াই নয় নাগরিকত্ব বিল নিয়ে মিজোরাম মেঘালয়ে প্রতিবাদ চলছে আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া কোনও মতে মেনে নেওয়া যায় না আর এই বিল পাশ হলে এখানে বিদেশি আসবে আর এতে আমাদের অর্থনৈতিক অবস্থার ক্ষতি করবে বলে সাংবাদিক সন্মেলনে মন্তব্য করেন ডেনিয়েল লাংথাসা এদিন রাজীব ভবনে সাংবাদিক সন্মেলনে ডেনিয়েল আরো বলেন কেন্দ্রীয় সরকার ষষ্ট তপশিলি সংশোধন করে সংবিধানের ২৮০ অনুচ্ছেদ অনুসারে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদকে অধিক ক্ষমতা দেওয়ার জন্য যে কেবিনেট সিদ্ধান্ত নিয়েছে একে কংগ্রেস দল স্বাগত জানিয়েছে তবে ষষ্ট তপশিলি সংশোধন করে পঞ্চায়েত ধাচে যে ভিলেজ কাউন্সিল গঠন করার যে সিদ্ধান্ত নিতে চলছে এর তীব্র বিরোধিতা করবে কংগ্রেস বলে সাংবাদিক সন্মেলনে মন্তব্য করেন ডেনিয়েল লাংথাসা এদিনের সাংবাদিক সন্মেলনে অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক কালীজয় সেংইয়ং উপ-সভাপতি মায়ানন কেম্প্রাই হামজানন লাংথাসা অরিপম বডো আচিং জেমি প্রমুখপার্বত্য পরিষদে বিজেপি অর্থ বাহুবল প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে অভিযোগ কংগ্রেস নেতা ডেনিয়েল লাংথাসার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.