Header Ads

বাংলাদেশ থেকে ভারতে প্ৰবজনের প্ৰশ্নই উঠছে নাঃ শেখ হাসিনা

 ছবি, সৌঃ ঢাকা ট্ৰিবিউন.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, ঢাকাঃ বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূৰ্ত সমৰ্থন নিয়ে আমরা ফের ক্ষমতায় এলাম। বাংলাদেশের মানুষ রাজনৈতিক এবং গণতান্ত্ৰিকভাবে সচেতন। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে একথা বলেন বাংলাদেশের প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা। ভারতের প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করে তিনি বলেন- মুক্তি আন্দোলনের সময় এবং আগে পরে বাংলাদেশ থেকে প্ৰায় ৬৪ হাজার মানুষ ভারতে আশ্ৰয় নিয়েছিল। এখন পরিস্থিতি অনেক পাল্টেছে। প্ৰবজন তো একটা বিশ্ব জুডে় সমস্যা। বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে বলে তিনি বিষ্ময় প্ৰকাশ করে বলেন। তাঁর যুক্তি, বাংলাদেশ এখন আৰ্থিকভাবে অনেক উন্নত। সেখানে আৰ্থিক দুরবস্থা নেই তাই বাংলাদেশ থেকে ভারতে প্ৰবজনের প্ৰশ্ন উঠছে না। ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক রয়েছে। উগ্ৰপন্থী সন্ত্ৰাসবাদী সংগঠন সম্পৰ্কে তাঁর মন্তব্য- শূন্য সহনশীলতা নীতি নিয়ে সন্ত্ৰাসের বিরুদ্ধে এগোচ্ছে বাংলাদেশ সরকার। কোনও পৰ্যায়ে তাদের প্ৰশ্ৰয় দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.