Header Ads

১৪ ফেব্ৰুয়ারি, ভ্যালেণ্টাইনস ডে-র বদলে ‘বোন দিবস' পাকিস্তানে


করাচিঃ পাকিস্তানের যুব সমাজের মধ্যে শিকড় গেড়েছে পশ্চিমি সংস্কৃতি। সে কারণে ভ্যালেণ্টাইনস ডে-কে ‘সিষ্টার ডে' (বোন দিবস) হিসেবে পালন করবে ফয়জলাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়। প্ৰাচ্যের সংস্কৃতি এবং ইসলামের প্ৰথা যুবকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশ্ববি্যালয় কৰ্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইটে ভাইস-চ্যান্সেলর জাফর ইকবালকে উদ্ধৃত করে বলা হয়েছে, “আমাদের সংস্কৃতিতে মেয়েরা, বোন, মা এবং স্ত্ৰী হিসেবে সবচেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন।” আগামী ১৪ ফেব্ৰুয়ারি ছাত্ৰীদের মধ্যে হিজাব, শাল বিলি করারও পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.