Header Ads

বগীবিল সেতু তৈরি করে বাজপেয়ীর স্বপ্নকে পূরণ করলেন প্রধানমন্ত্রীঃ পিয়ুষ গোয়েল

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ অসম-অরুণাচলপ্রদেশকে এক করল বগীবিল সেতু। সাময়িক, অর্থনৈতিক, সুরক্ষা সমস্ত দিকেই ইতিবাচক ভূমিকা নেবে এই ব্রিজ। শনিবার গুয়াহাটিতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পিয়ুষ গোয়েল। তিনি আরও বলেন- এবার কেন্দ্ৰ ও রাজ্য মিলে উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে। বগীবিল সেতুর নামকরণের বিতর্ক শেষ করে মন্ত্রী পীয়ুষ গোয়েল স্থানের নামেই নামাকরণ করেন এই ব্রিজের। এর আগে এই সেতুর নামকরণ নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয়। আঞ্চলিক বিভিন্ন দল সংগঠন বিভিন্ন নামে সেতুর নামকরণ করার জন্য দাবি জানিয়েছে। প্ৰসঙ্গত, শনিবার কেন্দ্ৰীয় রেলমন্ত্ৰী বড়ঝাড় বিমানবন্দরে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান শাসক দলের বিভিন্ন নেতাকৰ্মীরা। সেখান থেকে তিনি সোনাপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে রাষ্ট্রীয় জনজাতীর ক্রীড়া সমারোহ পরিক্রমায় অংশগ্রহণ করে তিনি বলেন- স্বাধীনতার পর থেকে উত্তর-পূর্বাঞ্চল বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে এসেছে। কিন্তু বিজেপি সরকার শাসনে আসার পর উত্তর-পূর্বাঞ্চলে উন্নতির দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নেতৃত্বে বগীবিল সেতু নির্মাণ  সম্পূর্ণ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।এদিন তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ের এনএফ রেলওয়ের উচ্চপদস্থ অধিকারিকদের সঙ্গে নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি ভায়া রঙ্গিয়া হয়ে নতুন দ্বৈত রেললাইন নিয়ে এখ আলোচনায়ও মিলিত হন। এ সম্পর্কে কেন্দ্ৰীয় রেলমন্ত্রী বলেন - বগীবিল ব্রিজের কাজ সমাপ্ত হওয়াটা রেল বিভাগের একটি বড়  সাফল্য। এদিন তিনি স্বস্ত্ৰীক মা কামাখ্যার মন্দিরও দৰ্শন করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.