Header Ads

জলবায়ু পরিবৰ্তনের ক্ষেত্ৰে অসম ও মিজোরাম সবচেয়ে বেশি ঝুঁকিপূৰ্ণ, গবেষণায় প্ৰকাশ


গুয়াহাটিঃ হিমালয়ান রাজ্যগুলির মধ্যে জলবায়ু পরিবৰ্তনের ক্ষেত্ৰে অসম ও মিজোরাম সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সম্প্ৰতি পোল্যান্ডে অনুষ্ঠিত সিওপি ২৪ জলবায়ু সংক্ৰান্ত এক সম্মেলনে ভারতীয় বিজ্ঞানীদের একটি দলের উপস্থাপিত করা গবেষণায় বিষয়টি প্ৰকাশ্যে এসেছে। মোট ১২টি রাজ্যের ১০০০ গ্ৰামে জলবায়ু পরিবৰ্তনের ব্যাপারটি নিয়ে গবেষণা করা হয়। তাতে ধরা পরেছে অসমের ভৌগলিক অবস্থানের কারণে রাজ্যটি ঝুঁকিপূৰ্ণ। অসমের খুব কম এলাকায় সেচের ব্যবস্থা রয়েছে এবং বন এলাকা অৰ্থাৎ জঙ্গলের পরিমাণ কম পাওয়া গিয়েছে। উত্তরপূৰ্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মধ্যে মিজোরামেরও একই সমস্যা পাওয়া গিয়েছে। তাছাড়া মিজোরামে প্ৰায় ৩০ শতাংশ ভৌগলিক এলাকা ঢালু হওয়ার কারণে সে রাজ্যটিও ঝুঁকিপূৰ্ণ বলে গবেষণায় ধরা পড়েছে। ১২টি পশ্চিমাঞ্চলীয় ও পূর্ব হিমালয় রাজ্যগুলি অধ্যয়নের জন্য বেছে নেওয়া হয়েছিল। যেমন, জল সেচ এলাকা, ২০১৪-১৫ সালে ওই এলাকায় মানুষগুলির মাথাপিছু আয়, ফসল বিমা, বনজঙ্গল এবং ঢালুর পরিমাণ এইসব নিয়েই রাজ্যগুলিকে বিভিন্ন পৰ্যায়ে গবেষণা করা হয়েছিল।     

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.