Header Ads

বড়দিনের দিনই নগরের দুই স্থানে বিধ্বংসী অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত হয়ে যায় কয়েকটি ঘর


নয়া ঠাহর প্ৰতিবেদনঃ 

গুয়াহাটি মহানগরের দুই স্থানে বিধ্বংসী অগ্নিকান্ড। মালিগাঁও গৌশালা থানা অন্তর্গত সেন্ট্রাল গোটানগরস্থিত মাদ্রাজী কলোনিতে সকালবেলায় প্রায় 8 টার সময় আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। এই অগ্নিকান্ডের ফলে চারটি রেল কোয়ার্টার ১১৮/এ,বি,সি,ডি সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায় এবং দুটো কোয়াটার্স ১১৬/এ,ডি  আংশিকভাবে ভস্মীভূত হয়। আগুন লেগে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয় সাত্তার রমণী, মহেশ এলারী, জী সবিতা, পী সত্তাদের কোয়াটার্স। আগুন লাগার খবর পেয়ে শহরের বিভিন্ন স্থান থেকে ৯ টি দমকল ঘটনাস্থলে পৌঁছায়। এবং কয়েক ঘন্টা চেষ্টার ফলে আগুনকে আয়ত্তে আনতে সক্ষম হয়। এই অগ্নিকান্ডের ফলে একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে লোকের মাঝে আতঙ্কের সৃস্টি হয় ও  ছুটাছুটি শুরু হয়ে যায়।

দমকল কর্মীরা এবং স্থানীয় লোকদের কয়েক ঘন্টা চেষ্টার ফলে আগুন আয়ত্তে আনা হয়। এই অগ্নিকান্ডের ফলে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকান্ডের ফলে কেউ আহত হয়নি। ওদিকে নগরের ব্যস্ততম ব্যবসায়ী কেন্দ্র ফান্সি বাজারে মঙ্গলবার সকালেই এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। জঞ্জাল থেকে আগুন লাগার অনুমান। ফান্সি বাজারে এস বি রোডে স্থিত গীতা আর্ট প্রেস নামে একটা দোকানের পাশে থাকা একটা ঘরের থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকান্ডের ফলে গীতা আর্ট প্রেসের সাথে সাথে ভস্মীভূত হয়ে যায় আরও কয়েকটি ঘর। ঘটনার খবর পেয়ে নগরের বিভিন্ন স্থান থেকে কয়েকটি  অগ্নিনির্বাপক বাহিনী উপস্থিত হয়ে স্থানীয় লোকের। সহায়তায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুনকে আয়ত্তে আনে। এ ঘটনার ফলে আহত  হয়নি কেউ তবে এখানেও ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.