Header Ads

পুহান বিয়া উপলক্ষে কামাখ্যা ধামে ভক্তের ঢল। দেশ বিদেশের ভক্তেরা বিয়ে দেখতে কামাখ্যা ধামে ভিড় করেছে।

দেবযানী পাটিকরঃ

গুয়াহাটিঃ বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামে সোমবার থেকে তিনদিনের বিশেষ কার্যক্রমের দ্বারা শুরু হয়েছে পুহান বিয়া। এই পুহান বিয়া পরম্পরাগত ভাবে কামাখ্যা ধামে আহোম রাজার দিনের থেকেই চলে আসছে। পুহান বিয়ে। অর্থাৎ কামেশ্বর এবং কমেশ্বরীর বিয়ে। এই বিয়ে দেখতে দেশ-বিদেশের থেকে লাখো ভক্তেরা কামাখ্যা ধামে ভিড় করেছে। পুহান বিয়া উপলক্ষে কামাখ্যা ধাম কে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। উল্লেখনীয় যে কামাখ্যা ধামে প্রত্যেক বছর পৌষ মাসের দ্বিতীয় অথবা তৃতীয় তিথিতে পরম্পরাগত ভাবে পালন করা হয় পুহান বিয়া। সম্পুর্ন অসমীয়া রীতি নীতি অনুসারে বিয়ের সমস্ত নিয়ম মেনে হয় অধিবাস,বিয়ে ও বাসিবিয়ে। সোমবারে  হয়েছে অধিবাস এবং মঙ্গলবারে  হয়েছে বিয়ের মূল কার্যক্রম।দেবী কমেশ্বরী ও  শিবের মাঝে আদিকাল থেকে চলে আসছে এক অলৌকিক বিবাহ এই বিয়ে  উপলক্ষে দেশ বিদেশ থেকে লাখো ভক্তের সমাগম ঘটেছে কামাখ্যা ধামে। উৎসব উপলক্ষ্যে ঢোল, বাদ্যে মুখরিত কামাখ্যা ধাম।।পুহান বিয়া উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ  সবার জন্য প্রসাদের এবং বিশেষ আহারের ব্যবস্থা করেছে। বুধবারে অনুষ্ঠিত হবে বাঁশী বিয়ে। বাঁশি বিয়ের পরে পরেই শেষ হবে পুহান বিয়া উৎসব।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.