Header Ads

জাগীরোড পেপার মিলের এক কৰ্মী টাওয়ারে মরণ ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, কাছাড় পেপার মিলের কৰ্মীদের শোক মিছিল


গুয়াহাটিঃ রাষ্ট্ৰ্যায়ত্ব সংস্থা হিন্দুস্থান পেপার কৰ্পোরেশনের অধীন বরাক উপত্যকার কাছাড় পেপার মিল এবং মরিগাঁও জেলার জাগীরোড পেপার মিল দুটি বন্ধ হয়ে আছে। সেই পেপার মিলের কৰ্মচারীরা দীৰ্ঘ ২৪ মাস বেতন ভাতা না পেয়ে লাগাতার আন্দোলন করেই যাচ্ছে। এই পৰ্যন্ত ৪৯ জন কৰ্মচারী বেতন না পেয়ে, অসুখে ভূগে বিনা চিকিৎসায় মারা গেছেন। এর মধ্যে ৩ জন আত্মহত্যা করেছেন। আজ জাগীরোড পেপার মিলের এক কৰ্মচারী ৩০০ ফুট উচ্চতা বিশিষ্ট  এক টাওয়ারর উপরে উঠে মরণ ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। পুরো পরিবার এবং কৰ্মচারীরা বারবার অনুরোধ করার ফলে কাৰ্ত্তিক বরদলৈ নাম কৰ্মচারীটি টাওয়ার থেকে নেমে আসেন। তিনি বলেন, ২৪ মাস তার বেতন নেই, মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। ব্যাঙ্ক নোটিশ দিয়েছে তাকে ঘর থেকে উচ্ছেদ করার জন্য। ব্যাঙ্ক ঋণ নিয়েছিল পরিশোধ করতে পারে নি। এর আগে ইনামুদ্দিন আহমেদ নামে জাগীরোড পেপার মিলের এক কৰ্মী মোবাইল টাওয়ারের উপরে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। আজ কাছাড় পেপার মিলের কৰ্মচারীরাও মোমবাতি মিছিল করে। মিল দুটি বনধের ফলে ৪৯ জন কৰ্মচারীর মৃত্যু হয়। সেই শোক সন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জ্ঞাপন করে শোক মিছিল করে। তারা মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.