Header Ads

জএসটি উদ্ভূত আম জনতার ক্ষোভ প্ৰশমনে ৩৩ টি সামগ্ৰীর মূল্য হ্ৰাস করলো কেন্দ্ৰীয় সরকার




গুয়াহাটিঃ জিএসটি কাউন্সিল লোকসভা নিৰ্বাচনের আগে দেশের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল। আজ দিল্লীতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অরুণ জেটলি জানিয়ে দিলেন, ৩৩ টি সামগ্ৰীর উপর ১৮ শতাংশের নিচে কর আরোপ করা হবে। সিনেমার ১০০ টিকিটের উপর ১৮ শতাংশের কম কর আরোপ করা হবে। প্ৰতিবন্ধীদের ব্যবহৃত সামগ্ৰীর উপর মাত্ৰ ৫ শতাংশ, ফ্ৰিজ মণিটর, কম্পিউটার ছাড়াও বিমানের টিকিটের মূল্য ১৮ শতাংশের তলে কর আরোপ করা হবে। আগামী নিৰ্বাচনের দিকে লক্ষ্যে রেখে ভোটারদের স্বস্তি দিতেই ৩৩ টি সামগ্ৰীর কর ১৮-১২ এবং ৫ শতাংশের নিরিখে কর আরোপ করা হবে। কেন্দ্ৰীয় অৰ্থমন্ত্ৰী জানিয়েছেন, এর ফলে কেন্দ্ৰীয় সরকারের লোকসান হবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। তবে বিলাসী সামগ্ৰীর কর হ্ৰাস করা হবে না। তিনটি রাজ্যে বিজেপির পরাজয়ের মূলে কৃষিজীবি মানুষের ক্ষোভ বলে মেনে নিয়ে ইতিমধ্যে কেন্দ্ৰের বিজেপি সরকার কৃষকদের কৃষি ঋণ মুকবের সিদ্ধান্ত নিয়েছে। ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্ৰেস ক্ষমতা দখল করে কৃষকদের ঋণ মুকব করেছে। আজ জিএসটি উদ্ভূত আম জনতার প্ৰশমনে ৩৩ টি সামগ্ৰীর মূল্য হ্ৰাস করলো কেন্দ্ৰীয় সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.