Header Ads

প্ৰয়াত প্ৰখ্যাত চলচ্চিত্ৰ পরিচালক মৃণাল সেন

কলকাতাঃ প্ৰয়াত প্ৰখ্যাত চলচ্চিত্ৰ পরিচালক মৃণাল সেন। রবিবার সকালে ভবানীপুরের বাড়িতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ১০ টা ৩৫ নাগাদ হৃদরোগে আক্ৰান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা তাঁর বাড়িতে আসেন এবং তাঁরা তাঁকে দেখে বলেন যে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বাৰ্ধক্য জনিতকারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। ১৯২৩ সালে বাংলাদেশের ফরিদপুরে তাঁর জন্ম হয়। সত্যজিত রায়, ঋত্তিক ঘটক এদের সমসাময়িক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন সৌমিত্ৰ চট্টোপাধ্যায় সহ অনেকেই। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। অসংখ্য সিনেমা করেছেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্ৰ জগতে একটা মহীরুহ পতন হয়েছে বলে মনে করা হচ্ছে। সমাজের বাস্তব ছবিগুলোকে সিনেমার পৰ্দায় খুব সুন্দরভাবে দৰ্শকদের কাছে তুলে ধরতেন তিনি। তাঁর মৃত্যুতে সিনেমা জগতে একটা অপূরণীয় ক্ষতি হল। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শোক প্ৰকাশ করেছেন অনেকেই।  তাঁর ছেলে কুণাল সেন আমেরিকার শিকাগোতে থাকেন তিনি ভারতে এসে পৌঁছলে তারপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ভুবন সোম, কোরাস, মৃগয়া ও অকালের সন্ধানে ছবির জন্য সেরা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.