Header Ads

লাঙল দ্বিতীয়, বিএনপি-জামাত জোট নৌকা ঝড়ে টালমাটাল

ছবি, সৌঃ এনডিটিভি
ননী গোপাল ঘোষ, শিলং- আওয়ামী লীগের মহাজোট বাংলাদেশের নির্বাচনে মোট ২৯৯ টি আসনের মধ্যে বেসরকারিভাবে ২৬৬ -টি আসন জিতে প্রায় সুনামির সৃষ্টি করল। নৌকা প্রার্থীদের রমরমার এই হাটে নুয়ে পরল ধানের শিষ। বরঞ্চ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের জাতীয় পার্টির প্রার্থীরা লাঙল প্রতীকে লড়ে বেসরকারি ফলাফলে জিতে নিলেন ২২টি আসন। জাতীয় পার্টি উঠে এল দ্বিতীয় স্থানে। বিএনপি-জামাত জোট প্রায় ধরাশায়ী। মাত্র ৬টি আসন বেসরকারি ফলাফলে জুটেছে এই জোটের ভাগ্যে। অন্যান্যের ভাগ্যে শিঁকে ছিড়েছে ৪টি আসনে। ভোট নিয়ে বিরোধীপক্ষ বিস্তর অভিযোগ জানালেও আওয়ামী লীগের সাফ কথা, জনগণ স্বতস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। দলীয় সরকারের অধীনে যে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব, তা প্রমাণিত হয়েছে। যদিও ডঃ কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। দ্রুততম সময়ের মধ্যে পুননির্বাচনের দাবি করেছে ঐক্যফ্রন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসনে পেলেন মোট ২,২৯,৫৩৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জোটাতে পেরেছেন সাকুল্যে মাত্র ১২৩টি ভোট। "অগ্নিকন্যা"-মতিয়া চৌধুরী শেরপুর ২ কেন্দ্রে ফের আওয়ামী লীগের টিকিটে বিপুলভোটে জয়ী হয়েছেন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজুও নৌকা প্রতীকে পটুয়াখালী ৩ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা বিএনপি প্রার্থী হিসাবে লড়ে মাত্র ১৬০টি ভোট পেয়েছেন। রংপুর ৬ আসন থেকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিশাল ভোট পেয়ে জয়ী হয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একদিনের ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা ও আওয়ামী লীগ প্রার্থী হিসাবে নড়াইল ২ কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই সুইং বোলার পেয়েছেন ২,৭১,২১০টি ভোট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসবার্তায় সমর্থকদের উদ্দেশে বলেছেন- এখন আনন্দ মিছিল করার সময় নয়, দেশ গঠনের সময়। শেখ হাসিনা ও তাঁর দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ফোনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.