Header Ads

পার্বত্য পরিষদের নির্বাচনের মুখে বিজেপি ছাড়লেন পরিষদ সদস্য ফ্লেমিং


বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের মুখে বিজেপি ছাড়লেন পার্বত্য পরিষদের বর্তমান ইএম ফ্লেমিং সাইলা রূপসী। পরিষদের নির্বাচনের জন্য জাটিঙ্গা আসনে বিজেপি-র প্রার্থী তালিকায় বর্তমান বিজেপির এই পরিষদ সদস্য ফ্লেমিংয়ের নাম না থাকার দরুনই তিনি বিজেপির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এবারের পরিষদ নির্বাচনে ফ্লেমিং সাইলা রূপসী জাটিঙ্গা আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ৩ জানুয়ারি। কিন্তু বিজেপি দল এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি কারন বিজেপির প্রার্থী প্রত্যাশীর তালিকা দীর্ঘ হওয়ার দরুন বিজেপি এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থীত্ব নিয়ে দলের অন্দরে সংঘাত দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারন পরিষদের ২৮ টি আসনের মধ্যে বেশীর ভাগ আসনেই বিজেপির প্রার্থীত্বের দাবিদারের লাইন দীর্ঘ। তাই কার ভাগ্যে জুটবে বিজেপির টিকিট তা হবে লক্ষনীয়। ডিমা হাসাও জেলা বিজেপি পক্ষ থেকে ইতিমধ্যে যারা বিজেপির টিকিট চেয়ে আবেদন করেছে এই প্রার্থী তালিকা প্রদেশ বিজেপির কাছে পাঠানো হয়েছে। এদিকে বিজেপির মত কংগ্রেস দল ও এখন পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। জেলা কংগ্রেসের সুত্রে জানা গিয়েছে কংগ্রেস পরিষদের ২৮ টি আসনের জন্য সোমবার তাদের প্রার্থী তালিকা ঘোষনা করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.