Header Ads

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত বেড়ে ২৮১


গত ২২ ডিসেম্বর, শনিবার ইন্দোনেশিয়ার সুন্দা প্ৰণালিকে ঘিরে থাকা সৈকত এলাকায় ভয়াবহ সুনামি আঘাত হেনেছে। বিবিস-র শেষ খবর পাওয়া পৰ্যন্ত জানা যায় যে, এ পৰ্যন্ত এতে২৮১ জন নিহত ও ১০১৬ জন আহত হয়েছে। গত শনিবার রাতে এই সুনামির আগে স্থানীয় একটি আগ্নেয়গিরি থেকে অগ্নু্যৎপাত শু হয়। কোনোরকম পূৰ্ব সতৰ্কতা না পাওয়ায় এত মানুষ হতাহত হয় বলে ধারণা করা হয়েছে। 
এই সুনামির আগে সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার সুলাওয়াশি দ্বীপের পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে কয়েক হাজার মানুষের প্ৰাণহানি ঘটে।  এছাড়া ২০০৪ সালের ২৬ ডিসেম্বর পশ্চিমাঞ্চলীয় সুমাত্ৰা দ্বীপের উপকূলে সাগর তলদেশে ৯.3 মাত্ৰার ভূমিকম্প-পরবত¹ সুনামিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ২ লক্ষ ২০ হাজার মানুষ মারা যায়। তাদের মধ্যে ১ লক্ষ ৬৮ হাজার জনই ইন্দোনেশিয়ার নাগরিক ছিল। 
ইন্দোনেশিয়ায় আরও সুনামির আশঙ্কা
দেশটির জাতীয় দুৰ্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্ৰধান সুতোপা পুরও নুগ্ৰহ এক সংবাদ সম্মেলনে বাসিন্দাদের সমুদ্ৰ সৈকতে অবস্থান না করে অন্যত্ৰ সরে থাকার অনুরোধ জানিয়েছেন। কারণ আনাক ক্ৰাকাতোয়া থেকে এখনও অগ্নু্যৎপাত হয়েছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.