Header Ads

মুখ্যমন্ত্ৰীর বরাক সফরে নাজেহাল সাধারণ মানুষ

শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ বরাক উপতাকায় বুধবার দ্বিতীয় পর্যায়ের নিবাচনী প্রচার সারলেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। এদিন হাইলাকান্দি, করিমগঞ্জ ও শিলচরে জনসভা করেন তিনি। সভায় ২০ জন জেলা পরিষদ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। সেখানে  কংগ্রেসের দুর্নীতির সমালোচনার পাশাপাশি এলাকাবাসীকে এনআরসি নিয়ে চিন্তা না করার আশ্বাস দেন তিনি। তিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালিন বরাকবাসীকে কোনও বিপদে পড়তে হবে না সে কথা স্পষ্টভাবে জানিয়ে দেন। এনআরসিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। এর বিরুদ্ধে সকলকে একত্রিত হওয়র আহ্বান জানিয়েছেন তিনি। করিমগঞ্জে জনসভায় তিনি হিন্দি ভাষায় নাটকের সংলাপের মতো বক্তৃতা দেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। যার জন্য চরম অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। জাতীয় সড়কে কৰ্তব্যরত পুলিশ কর্মীরা জানান উপর মহলের নির্দেশে তারা রাস্তা বন্ধ রেখেছেন। অথচ রাজ্যবাসীর সুবিধার জন্য ভিভিআইপিদের যাতায়াতের জন্য পথ বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছিল এই সরকারই। এই হচ্ছে আমাদের দেশের সরকারের প্রশাসনের নমুনা, মুখে এক, কাজে আর এক। এমনটাই মন্তব্য ভুক্তভোগী সাধারণ জনতার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.