Header Ads

গুয়াহাটির গোপীনাথ বরদলৈ বিমানবন্দরকে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিবাদ


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ বরঝারের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর গোপীনাথ বরদলৈ বিমানবন্দরকে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাল এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়নের কর্মীরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার দেশের ছয়টি বিমানবন্দরের সাথে  গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরকেও ব্যক্তিগতকরণের সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন। তাদের মতে কোনমতেই এই বিমানবন্দরকে ব্যক্তিগতকরণ করতে দেওয়া হবে না। কেন্দ্ৰীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার ইউনিয়নের সদস্যরা গুয়াহাটির বিমানবন্দরের কার্যালয়ের সামনে ধরনা দেন। এয়ারপোর্ট অথরিটির কর্মীদের বক্তব্য, একটি লাভজনক বিমানবন্দরকে ব্যক্তিগত প্রতিষ্ঠানের হাতে কোনও ভাবেই দেওয়া চলবে না। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। নইলে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের  হুমকিও দিয়েছেন তাঁরা। উত্তরপূর্বাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যক্তিগতকরণের যে সিদ্ধান্ত কেন্দ্র সরকার গ্রহণ করেছে সেটা বাতিল করতেই হবে না হলে পরবর্তীকালে  জঙ্গি আন্দোলন গড়ে তোলারও হুমকিও দিয়েছেন তাঁরা। এই ধরনা কার্যসূচিতে সিআইটিইউ, ব্যাংক কর্মচারী পরিষদ, এলআইসি সহযোগ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.