Header Ads

পশ্চিম কাৰ্বিআংলংয়ের দুৰ্ঘটনায় নিহতের সংখ্যা ৫ জনে বৃদ্ধি, সংকটজনক ১৫জন

সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু,
রবিবারে প্ৰী-খ্ৰীষ্টমাস উপভোগ করে ঘুরে আসার পথে পশ্চিম কাৰ্বি আংলং জেলার জিরিকেন্দিং-মুখিম পথে দুৰ্ঘটনায় পতিত হওয়া ট্ৰাকের নিহতের সংখ্যা প্তজনে বৃদ্ধি পেয়েছে। নিহতরা ক্ৰমে লিডার তেরাং (৬৮), ফাষ্টিংজুনা তেরাং (২৭), ওয়াইচিবন চিংনারপি (৩১), জেছমিনা ইংতিপি (১৭) এবং মেলরিনা তেরাংপি (১৩)। আহতদের হোজাই, খেরনি এবং ডিফু অসামরিক চিকিৎসালয়ে ভৰ্তি করানো হয় যদিও এদের মধ্যে প্ৰিছিলা ইংতিপি, মেরিলিন ইংতিপি, কাবন হান্সেপি, মেরিনা হান্সেপি, আইরিছ কিলিংপিসহ মোট ১৫ জনের আঘাত গুরnত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটীতে প্ৰেরণ করা হয়েছে। আজ স্বশাসিত পরিষদের মুখ্যকাৰ্যবাহী সদস্য তুলিরাম রংহাং ডিফু অসামরিক চিকিৎসালয়ে উপস্থিত হয়ে আহতদের স্বাস্থ্যের খবর নেন। উল্লেখ্য যে নিহত এবং আহতরা পশ্চিম কাৰ্বি আংলং জেলার উমখেরমি গ্ৰামের বাসিন্দা এবং দুৰ্ঘটনাগ্ৰস্ত ট্ৰাকটির চালক অত্যাধিক মদ্যপান করার ফলেই এই দুৰ্ঘটনা সংঘটিত হওয়া বলে পুলিশ সূত্ৰে প্ৰকাশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.