Header Ads

কৃষ্ণকান্ত সন্দিকৈ সরকারি সংস্কৃত মহাবিদ্যালয়ে সাঁচি পাতা সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ গুয়াহাটির জালুকবারীর কৃষ্ণকান্ত সন্দিকৈ সরকারি কলেজে শনিবার এই প্ৰথম সাঁচিপাতা সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল। কলেজে ভারত সরকারের ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্ট এবং হেরিটেজ কনজারভেশন সোসাইটি অসমের সহযোগিতায় সংরক্ষণ কেন্দ্ৰটি চালু হল। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীশ মুখী। সংরক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করে রাজ্যপাল বলেন- অসমে বহু সত্ৰ এবং নামঘরগুলিতে সাঁচিপাতা রয়েছে। এছাড়াও বহু পুরনো লোকের বাড়িতেও সাঁচি পাতা রয়েছে বহু পুরনো এই পুথিগুলি বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করে রাখা যাবে এই কেন্দ্ৰটিতে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাঁচিপাতা বা অন্যান্য হাতে লেখা বহু পুরনো এই পুথিগুলি একটা দেশ, জাতির ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহন করে। রাজ্যের বিভিন্ন স্থানে থাকা পুরনো সাঁচিপাতার পুথি ও  পুরনো পুথিগুলিকে বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষন করার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। তিনি বলেন-  বহু পুরনো সাঁচিপাতার পুথিগুলি সংরক্ষণের ক্ষেত্রে অসম সরকারের তরফ থেকে সংস্কৃত মহাবিদ্যালয়কে সমস্ত সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন- সাঁচি পাতা সংরক্ষণ কেন্দ্রটির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক লাভবান হবে। এদিনের অনুষ্ঠানে বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সেইসঙ্গে শিক্ষক-শিক্ষায়িত্রী সহ ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। প্ৰসঙ্গত, বহুমূল্যের এই পুরণো পুথিগুলিকে সংরক্ষণ করার জন্য কলেজটিতে অত্যাধুনিক যন্ত্রপাতিও আনা হবে বলে জানানো হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.