Header Ads

মোট ১৮ জন সংখ্যালঘু প্রার্থী জয়ী বাংলাদেশের সংসদ নির্বাচনে

ছবি, সৌঃ ঢাকাট্ৰিবিউন.কম
ননী গোপাল ঘোষ, শিলং-মোট ১৮ জন সংখ্যালঘু প্রার্থী বাংলাদেশের এবারের সংসদ নির্বাচনে জয়ী হলেন । এরা সবাই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন । জয়ী প্রার্থীরা হলেন-- রমেশ চন্দ্র সেন, মনোরঞ্জন শীল গোপাল, সাধন চন্দ্র মজুমদার, রনজিত কুমার রায় , স্বপন ভট্টাচার্য, ধীরেন শিকদার,  পঞ্চানন বিশ্বাস,  নারায়ণ চন্দ্র চন্দ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পংকজ দেবনাথ,  মৃণাল কান্তি দাস, মানু মজুমদার, অসীম কুমার উকিল, জয়া সেনগুপ্ত  ( ইনি বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ প্রয়াত সুরঞ্জিত সেনের পত্নী), বীর বাহাদুর  ( নেপালী সম্প্রদায়ের), কুজেন্দ্র লাল ত্রিপুরা, জুয়েল আরেং ও দিপংকর তালুকদার । বাংলাদেশের সংখ্যালঘুদের সংগঠন বাংলাদেশ হিন্দু, , বৌদ্ধ ও  খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা " নয়াঠাহর"-কে জানান তাঁরা এই ফলাফলে সন্তুষ্ট । তিনি বলেন সাম্প্রদায়িক রাজনীতিই বিএনপি -র হারের মূল কারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.