Header Ads

আক্ৰাসুর বনধে নিম্ন অসমে স্বাভাবিক জীবন যাত্ৰা ব্যাহত


গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে অসম বনধের পর পুনরায় আজ আক্ৰাসুর বনধের ফলে বিশেষ করে নিম্ন অসমে স্বাভাবিক জীবন-যাপন বিপৰ্যস্ত হয়েছে। কেন্দ্ৰীয় সরকার বোড়োল্যাণ্ড টেরিটরিয়াল কাউন্সিলকে অতিরিক্ত আৰ্থিক ও প্ৰশাসনিক ক্ষমতা দেবে। এই ব্যাপারে এন ডি এফ বি-র আলোচনাপন্থীদের সঙ্গে কেন্দ্ৰীয় সরকারের বৈঠক হয়েছে, কেন্দ্ৰীয় প্ৰাক্তন অফিসার এ বি মাথুর মধ্যস্থতাকারী হিসাবে ছিলেন। এই খবরের প্ৰেক্ষিতে আক্ৰাসু এবং অবোড়া জনগোষ্ঠীর প্ৰায় ২৪টি সংগঠন আজ হঠাৎ ২৪ ঘণ্টা বনধ ডেকে কোকরাঝাড়, সরভোগ, তামুলপুর , বাক্সা, চিরাং, ওদালগুড়ি, দুধনৈ, বরমা, বঙ্গাইগাওঁ প্ৰভৃতি অঞ্চলের স্বাভাবিক জীবন যাত্ৰা অচল করে দেয়। পৃথক কামতাপুর রাজ্য, কোঁচ রাজবংশী জনগোষ্ঠীকে তপশীলভূক্ত করা প্ৰভৃতির দাবি করে আক্ৰাসুর নেতারা হুঙ্কার দিয়েছে, প্ৰস্তাবিত কামতাপুর রাজ্যে তারা বোড়োল্যাণ্ড টেরিটরিয়াল কাউন্সিলকে সম্প্ৰসারণ করতে দেওয়া হবে না। এই বনধের ফলে স্থানে স্থানে টায়ার জ্বালিয়ে দোকান-পাট বন্ধ করে এই বনধ সাব্যস্ত করা হয়, গোসাইগাঁও সহ কয়েকটি অঞ্চলে বনধ ছিল সৰ্বাত্মক। কেন্দ্ৰীয় সরকার অবশ্য এই আলোচনা সম্পৰ্কে অজ্ঞতা প্ৰকাশ করেছে। তবে এন ডি এফ বি আলোচনাপন্থী এবং আবসুর  সঙ্গে কেন্দ্ৰীয় সরকারের আলোচনার কথা আছে। অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কয়েক দিন আগে জানিয়েছেন, বনধকে বেআইনি ঘোষণা করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণ করা হবে। কিন্তু বনধ চলছেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.